Barak UpdatesHappeningsBreaking News

টেস্ট এড়াতে ঘরেই রইল জ্বরে আক্রান্ত কিশোর, আইরংমারা থেকে মেডিক্যালে নিতেই মৃত্যু

১৬ আগস্ট: তিনদিন ধরে জ্বরে ভুগছিল আইরংমারার ১৫ বছরের কিশোর প্রীতম দাস৷ কিন্তু টেস্ট করলেই এখন পজিটিভ ধরা পড়ছে, আর একবার কোভিড ওয়ার্ডে ঢুকলে সুস্থ হয়ে বেরনোর সম্ভাবনা খুব কম, এই ধরনের নানা কথা শুনে টেস্ট এড়িয়ে চলছিল প্রীতমের পরিবার৷ কিন্তু শনিবার রাত থেকে অবস্থার অবনতি হতে থাকে৷ রবিবার ভোরে বাধ্য হয়েই তাকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিক্যাল কলেজে৷ ক্যাজুয়িলিটিতে নিয়ে গেলে প্রথমে তার করোনা পরীক্ষা করাতে বলেন কর্তব্যরত চিকিৎসকরা৷ কোথায় কোভিড ব্লক খুঁজে বের করতে বেশ কষ্ট হয় আইরংমারার মানুষদের৷ পরে সেখানে রেপিড অ্যান্টিজেন প্রক্রিয়ায় টেস্ট করলে নেগেটিভ রিপোর্ট আসে৷ কিছুক্ষণের মধ্যে প্রাণ হারায় প্রীতম৷

Rananuj

পরিবারের সদস্যদের অভিযোগ, কোভিড টেস্টের চক্করে এত সময় নষ্ট করার আগে তার চিকিৎসা শুরু করলে ছেলেটি হয়তো বেঁচে যেত৷  মেডিক্যালের উপাধ্যক্ষ ভাস্কর গুপ্ত জানান, অন্তিম মুহুর্তে মেডিক্যালে নিয়ে যাওয়াতেই বিপত্তি বাঁধে৷ প্রকৃত অর্থে তার চিকিৎসাই শুরু করা যায়নি৷ তাঁর কথায়, তবু কর্তব্যরত চিকিৎসকরা অক্সিজেন লাগিয়েছিলেন৷কিন্তু বাঁচানো যায়নি৷

ভাস্করবাবুর পরামর্শ, সঙ্কটের সময়ে মানুষ যেন দ্রুত চিকিৎসা শুরু করেন৷ তিনি বলেন, বহু রোগীকে সঙ্কটজনক অবস্থায় মেডিক্যালে নিয়ে যাওয়া হচ্ছে৷ তাতে তার চিকিৎসার সুযোগ মিলছে না৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker