Barak UpdatesHappeningsBreaking News
টুরিজম ম্যানেজমেন্টে স্বর্ণপদক পেলেন জয়িতা ভট্টাচার্য
ওয়েটুবরাক, ৪ মার্চ : হসপিটালিটি অ্যান্ড টুরিজম ম্যানেজমেন্টের স্নাতকোত্তর কোর্সে আসাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেলেন জয়িতা ভট্টাচার্য৷ শনিবার বিশ্ববিদ্যালয়ের ২০-তম সমাবর্তনে তাঁকে ওই স্বর্ণপদক গলায় পরিয়ে দেন উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ৷ সঙ্গে তাঁর হাতে তুলে দেন সুদৃশ্য একাধিক শংসাপত্র৷
মেধাবী ছাত্রী হিসেবে বরাবর পরিচিত জয়িতা শিলচর হলিক্রশ স্কুলের পাঠ সেরে গুরুচরণ কলেজ থেকে অর্থবিদ্যায় বিএ করেন৷ তিনি শরদিন্দু ভট্টাচার্য ও জয়া ভট্টাচার্যের কন্যা৷ শিলচরের সুপরিচিত চা উৎপাদক-ব্যবস্থাপক শরদিন্দুবাবু টি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার বরাক উপত্যকা শাখার সচিব৷
জয়িতার এই সাফল্যের জন্য পরিচিত মহল থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে৷ এমবিএ করতে গিয়ে হসপিটালিটি অ্যান্ড টুরিজম ম্যানেজমেন্টকে বেছে নেওয়ায় তাঁর শিক্ষায় বরাক উপত্যকা উপকৃত হবে বলে তাঁরা আশা করছেন৷