NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
টুপুলে ভূমিধসে জারইলতলার ব্যক্তির মৃতদেহ উদ্ধার
ওয়ে টু বরাক প্রতিবেদন, ২ জুলাই : মণিপুরের নোনে জেলার টুপুলে ভয়াবহ ভূমিস্খলনের ফলে মৃতের সংখ্যা আরও বেড়েছে। ইতিমধ্যে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও অনেকেই নিখোঁজ রয়েছেন। এর মধ্যে কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের জারইলতলার এক ব্যক্তি গত কয়েকদিন ধরে সন্ধানহীন ছিলেন। কিন্তু শনিবার তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি ধীরেন কুরি। তিনি টুপুল রেল স্টেশনের গেস্ট হাউসে কুকম্যান হিসেবে কর্মরত ছিলেন।
তাঁর পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের কথা হয়েছিল। বৃহস্পতিবার থেকে তাঁর আর কোনও খবর পাওয়া যায়নি। তাঁর মোবাইলটিও সুইচ অফ ছিল। পরিবারের পক্ষ থেকে বড়খলা থানায় নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করা হয়েছিল। অবশেষে শনিবার তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ দিকে তাঁর মৃত্যুর খবর আসার পর জারইলতলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, টুপুলে একটি নির্মীয়মান রেল স্টেশনে পাহাড় ভেঙ্গে পড়ার পর কমপক্ষে ৫০ জন নিখোঁজ রয়েছেন বলে খবরে জানা গেছে। এ পর্যন্ত যেসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তাঁর মধ্যে ১১ জন গোর্খা রাইফেলসের সেনা জওয়ান। এরা এই রেলপথ নির্মাণে পাহারার কাজে নিযুক্ত ছিলেন। এখন পর্যন্ত পুরো এলাকায় ধস সরিয়ে সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে অনুমান করা হচ্ছে, ধসের নিচে আরও অনেকে আটকে পড়ে রয়েছেন। স্থানীয় জনগণ জানান, শেষরাতের দিকে এই ধস নামার ফলে বেশিরভাগ নিজেদের ক্যাম্পে ঘুমোচ্ছিলেন। ফলে এদের বাঁচার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এনডিআরএফ সূত্রে জানা গেছে, শুক্রবার ১৩ জনকে মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। এদের স্থানীয় লিমেকং সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।