Barak UpdatesHappenings

টিম ধাগা-র অন্ন বিতরণ

২১ জুন: একদিকে পিতৃ দিবস, অন্যদিকে বলয়গ্রাস সূর্যগ্রহণ৷ যুক্তিতর্ক যা-ই থাক, এই মানুষগুলি গ্রহণের সময় খেতে পাবে না৷ বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত কিছুই জুটবে না৷ পরে কী জুটবে না জুটবে, কখন কে খেতে দেবে কে জানে! সকালেই যে দু-মুঠো খেয়ে নেবে, শিলচর রেলস্টেশন ও সংলগ্ন এলাকার ভিখিরিদের সে সুযোগ কোথায়!  তা ভেবে টিম ধাগা শতাধিক দুস্থ মানুষের পাশে দাঁড়ায়৷ গ্রহণের আগে হাতে হাতে তুলে দেয় ভাতের প্যাকেট৷ এই কর্মসূচিতে অংশ নেয় সংগঠনের সভাপতি অনুপ্রিয়া চক্রবর্তী, যুগ্ম সম্পাদক রাজ ভট্টাচার্য, সোহম চৌধুরী, রোনক দাম, সৌরভ চক্রবর্তী, ভাগ্যশ্রী বরদিয়া, সৌভিক চক্রবর্তী, সুকন্যা রায়, তানিকা দাস প্রমুখ৷

Rananuj

তাঁরা বলেন, পিতৃদিবসে অনেকের মুখে হাসি ফোটাতে পেরেছেন, অনেককে দুমুঠো খেতে দিতে পেরেছেন, এতে টিম ধাগা সদস্যদের প্রত্যেকের বাবা যারপরনাই খুশি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker