Barak UpdatesHappeningsBreaking News

টিকা নিয়ে উদাসীন মুখ্যমন্ত্রী সময় কাটাচ্ছেন সাম্প্রদায়িক বিভাজনে, অভিযোগ তমাল বণিকের

ওয়েটুবরাক, ৮ জুলাইঃ করোনা প্রতিষেধকের সন্ধানে মানুষ হন্যে হয়ে ঘুরছেন। এ দিক থেকে সে দিকে ছুটছেন। কিন্তু প্রতিষেধক পাচ্ছেন না। করোনার সঙ্কটকালে মূল্যবৃদ্ধিতেও মানুষ নাজেহাল। নিত্য বাড়ছে অতি প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। চরম অসহায়ত্বের এই সময়ে মানুষ সরকারের অস্তিত্ব টের পাচ্ছেন না। এমনকী কাগজ কলে যে উতপাদন বন্ধ, সে নিয়েও তাদের হেলদোল নেই। এই অভিযোগ করেন শিলচর পুরসভার প্রাক্তন সভাপতি তথা কংগ্রেস নেতা তমালকান্তি বণিক। তিনি জনগণের প্রতি মানবিক হওয়ার জন্য সরকারের উদ্দেশে অনুরোধ জানান।

তিনি বলেন, এখন ব্যাপক হারে টিকাই জনগণের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়। কিন্তু সরকার সে ব্যাপারে সাংঘাতিক রকমের উদাসীন। শিলচরেও যে টিকার জোগান অপর্যাপ্ত, এর উল্লেখ করে তমালবাবু বলেন, মানুষ এখানে-সেখানে ঘুরে ঘুরে হয়রান।

শিলচর মেডিক্যাল কলেজের পরিকাঠামোগত সমস্যায়ও তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। বলেন, সরকারি উদাসীনতায় কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরোলজি বিভাগ স্থাপনের বিষয় বিশ বাঁও জলের তলায়।

তমালবাবু উদ্বিগ্ন, খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক ঘৃণ্য রাজনীতির প্রতারণা করছেন। খিলঞ্জিয়ার সংজ্ঞাই নির্ধারিত হয়নি, অথচ নতুন মুখ্যমন্ত্রী কথায় কথায় খিলঞ্জিয়া, মিঞা, গড়িয়া ইত্যাদি শব্দ ব্যবহারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছেন।

সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতেই হিমন্ত বিশ্ব শর্মা একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে অসম্মান, অপমান করছেন, এমন অভিযোগই করলেন তমালবাবু। জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে মুসলমান সম্প্রদায়ের উন্নতির যে নিদান দিয়েছেন মুখ্যমন্ত্রী, একে  তিনি অযৌক্তিক ও শিশুসুলভ বলে মন্তব্য করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী দুই সন্তানের নীতি কার্যকর করতে চাইলে বিধানসভায় বিল আনলেই হয়। তা না করে একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করা অনৈতিক। তমালবাবুর অভিমত, জনবিস্ফোরণ ঘটিয়ে মুসলমানরা অমুসলমানদের কর্মস্থল দখল করে নেবে, এ শুধুই গালগল্প। অসমের সরকারি ভাষা একমাত্র অসমিয়াই হওয়া উচিত বলে শ্যামাপ্রসাদ মুখার্জির মন্তব্য বলে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, এর সত্যতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। শিলচরের প্রাক্তন পুরপ্রধান বলেন, এমন তথ্য কোথাও সংরক্ষিত নেই। মনগড়া কথা বলে তিনি অসমিয়া ও অ-অসমিয়াদের মধ্যে বিভেদ করতে চাইছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker