India & World UpdatesAnalyticsBreaking News
টানা মুখ্যমন্ত্রিত্বে জ্যোতি বসুকে ছাপিয়ে গেলেন নবীন
ভূবনেশ্বর, ২৪ জুলাই : জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড ভাঙলেন প্রতিবেশী রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। রবিবার ২৩ জুলাই ছিল তাঁর এই কৃতিত্বের দিন। শনিবার, ২২ জুলাই, তিনি ছুঁয়ে ফেলেন জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড। সিপিএম নেতা জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হয়েছিলেন ১৯৭৭-এর ২১ জুন। তিনি টানা ২৩ বছর ১৩৭ দিন মুখ্যমন্ত্রী থাকার পর বয়সের কারণে পদত্যাগ করেন ২০০০ সালের ৫ নভেম্বর। শনিবার ছিল ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের মুখ্যমন্ত্রিত্বের ২৩ বছর ১৩৭ দিন। রবিবার ২৩ জুলাই তিনি ছাড়িয়ে গেলেন জ্যোতি বসুকে।
দীর্ঘতম মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে জ্যোতি বসুর স্থান ছিল দ্বিতীয়। প্রথম স্থান এখনও দখলে রেখেছেন সিকিমের ‘সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের’ নেতা পবন কুমার চামলিং। তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন ১৯৯৪-এর ১২ ডিসেম্বর থেকে ২০১৯-এর ২৬ মে। অর্থাৎ একটানা ২৪ বছর ১৬৬ দিন। দ্বিতীয় স্থানে ছিলেন জ্যোতি বসু। বিজু জনতা দলের নেতা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সেই দ্বিতীয় স্থানটি ছিনিয়ে নিলেন জ্যোতি বসুর থেকে।