India & World UpdatesHappeningsBreaking News
টানা পঞ্চম দিনে পেট্রোলের দাম বেড়ে ৭৬ ছুঁইছুঁই
১১ জুন : টানা পঞ্চম দিনে বাড়ল পেট্রোলের দাম। ৭৩ থেকে বৃহস্পতিবার তা ৭৬ ছুঁইছুঁই। এই কয়েকদিন আগেও লিটার প্রতি দাম ছিল ৭৩.৩০ টাকা। লাফিয়ে লাফিয়ে দাম বাড়ল গত চার দিন ধরে। চার দিনের ফারাকে দাম বাড়ল ২.৬২ টাকা। বৃহস্পতিবার আরও ৫৮ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম ৭৫.৯৪ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়েছে ০.৫৮ পয়সা ও চেন্নাইয়ে ০.৫৩ পয়সা করে বাড়ার পর পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৮০.৯৮ টাকা এবং ৭৭.৯৬ টাকা। পেট্রোলের পাশাপাশি দাম বেড়ে চলেছে ডিজেলেরও।
বৃহস্পতিবার ০.৬০ পয়সা বাড়ার পর দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম ৭২.২২ টাকা, কলকাতায় ০.৫৪ পয়সা বাড়ার পর লিটার প্রতি ডিজেলের দাম ৬৮.১৬ টাকায় গিয়ে ঠেকেছে। মুম্বইয়ে ডিজেলের দাম বেড়েছে ০.৫৭ পয়সা এবং চেন্নাইয়ে ০.৫১ পয়সা। মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের দাম যথাক্রমে ৭০.৯২ টাকা এবং ৭০.৬৪ টাকা। তার আগে টানা ২ মাস সাত দিন অপরিবর্তিত ছিল পেট্রোলের দাম।