India & World UpdatesHappeningsSportsBreaking News
টাটাকে ‘ভারত গৌরব’, স্বাগত জানালেন দত্তরায়
ওয়েটুবরাক, ২৯ জুলাই : কলকাতার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে প্রতিবছর জাতীয় স্তরের কৃতী কোনও ক্রীড়া ব্যক্তিত্বকে ‘ভারত গৌরব’ সম্মাননা দেওয়া হয়। এবার কিছুটা প্রথা ভেঙে সেই সম্মান বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজকর্মী রতন টাটাকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন বরাক থেকে নির্বাচিত ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্য প্রদীপ দত্তরায়।
এক প্রেস বার্তায় প্রদীপবাবু বলেন, সমাজের সর্বস্তরে রতন টাটার অবদান রয়েছে। তাঁর উদ্যোগে তৈরি টাটা ফুটবল একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে প্রতিবছর কৃতী খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে দেশের মুখোজ্জ্বল করে চলেছেন। মূলত খেলার জগতে তাঁর এই অসামান্য অবদানের জন্যই তাঁকে ক্লাবের পক্ষ থেকে এবারের এই সম্মাননা দেবার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। তাঁদের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন প্রদীপ দত্তরায়।
ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্য প্রদীপবাবু এদিন আরও বলেন, সামাজিক বিভিন্ন গঠনমূলক কাজে টাটা গোষ্ঠী তাঁদের লাভের প্রায় ৬৫ শতাংশ ব্যয় করেন। এটি মূলতঃ রতন টাটার মতো ব্যক্তিত্বের জন্যই সম্ভব হয়েছে। এমন একজন ব্যক্তিত্বকে সম্মান জানিয়ে ক্লাব কর্তৃপক্ষ নিজেরাই সম্মানিত হবেন বলে মন্তব্য করেন দত্তরায়। রতন টাটাকে আগামীতে ‘ ভারত রত্ন’ সম্মাননা প্রদানের জন্য তিনি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, দশবছরের ছাত্র আন্দোলনের মাধ্যমে আকসার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের পদক্ষেপের স্বীকৃতি স্বরূপ কলকাতার ইস্টবেঙ্গল ক্লাব ১৯৮৪ সালে আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়কে এই ক্লাবের আজীবন সদস্যপদ প্রদান করেছিল।