India & World UpdatesHappeningsBreaking News
ঝড় বিধ্বস্ত পশ্চিমবঙ্গ আকাশপথে ঘুরে ১ হাজার কোটি দিলেন মোদি
২২ মে : আমফানে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা পরিদর্শনের পর রাজ্যকে সবরকম সাহায্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাথমিকভাবে ১ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন মোদি। একইসঙ্গে তিনি জানান, আমফানে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্য করা হবে। অন্যদিকে আহতদের পরিবারকে ৫০ হাজার সাহায্য করা হবে বলে জানান তিনি।
ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাংলা। আমফানের দাপটে বহু ক্ষতি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ এলাকা। আর তাই শুক্রবার আমফানের বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী। আকাশপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। উত্তর ২৪ পরগণার বসিরহাটে প্রশাসনিক বৈঠক করেন তিনি। সেখানে রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে ঝড়ে ক্ষয়ক্ষতি নিয়ে মূল্যায়ন-বৈঠক করেন দুজনে।
এ দিন আকাশপথে পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সব ঘুরে দেখেছি। বাংলার এই কঠিন সময়ে বাংলার পাশে থাকব। বাংলা যাতে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, তার জন্য ভারত সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। ১ হাজার কোটি আর্থিক সাহায্য করা হবে। পাশাপাশি, মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২ লক্ষ টাকা করে ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে’।
বৃহস্পতিবার একাধিক ট্যুইটে প্রধানমন্ত্রী জানান, পুরো দেশ বাংলার সঙ্গে রয়েছে, এবং ক্ষতিগ্রস্তদের সাহায্যের ক্ষেত্রে কোনও কার্পণ্য করা হবে না। ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, “সাইক্লোন আম্ফানে বাংলায় ধ্বংসলীলা দেখলাম। এটা কঠিন সময়, পশ্চিমবঙ্গের প্রতি সহমর্মিতার সঙ্গে রয়েছে পুরো দেশ। রাজ্যের মানুষের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করি। স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর চেষ্টা থাকবে”।