Barak UpdatesHappeningsBreaking News

ঝাঁজ ফুরিয়েছে, তবু ১২ ঘণ্টা পরও জ্বলছে আগুন

২৮ ফেব্রুয়ারি: শনিবার রাত পৌনে আটটায় পানপট্টিতে আগুন প্রথমে নজরে এসেছিল৷ কিছুক্ষণের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে৷ রাত ১২টা পর্যন্ত ক্রমে বাড়ছিল এর লেলিহান শিখা৷ আশঙ্কায় কাঁপছিলেন সবাই, পেছনে না ছড়িয়ে পড়ে৷ রাত ১টা নাগাদ তা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে৷ বিমানবন্দর থেকে অত্যাধুনিক অগ্নি নির্বাপক গাড়ি পৌঁছনোয় আগুন নেভানোর কাজে বিশেষ সুবিধা হয়৷ তবে ১২ ঘণ্টা পরও আগুন পুরো নিভে গিয়েছে, এমনটা বলা যাচ্ছে না৷ মাঝেমধ্যে জুতোর বিরাটাকারের গুদামের এদিক-ওদিক থেকে শিখা উঁকি দিচ্ছে৷ তবে আশেপাশে সব ভস্মীভূত বলে আগুনের আর মাথা তুলে দাঁড়ানোর আশঙ্কা নেই৷ রাত দেড়টাতেও জেলাশাসক কীর্তি জল্লি, পুলিশ সুপার বিএল মিনা পানপট্টিতে দাঁড়িয়েছিলেন৷

Rananuj

আগুন লাগার কারণ শটসার্কিট বলা হলেও এর ছড়িয়ে পড়ার বা মানুষের তীব্র উৎকণ্ঠার ব্যাপারে নানাদিক থেকে চর্চা হচ্ছে৷ জেলাশাসককেই অনেকে গিয়ে প্রশ্ন তোলেন, ওই এলাকার দালানবাড়িগুলি নির্মাণের অনুমতি পেল কী করে? এত সরু সিড়ি!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker