NE UpdatesHappeningsBreaking News
জয়েন্ট এন্ট্রান্সে আজমল সুপার ৪০’র ২৭ শিক্ষার্থী উজ্জ্বল
গুয়াহাটি, ১৩ ফেব্রুয়ারি : অসমের শিক্ষাক্ষেত্রে ফের উজ্জ্বল হয়ে উঠেছে আজমল সুপার ৪০। ২০২৪ সালের জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষায় হোজাইয়ে থাকা এই শিক্ষা প্রতিষ্ঠানের ২৭ শিক্ষার্থী কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এই প্রতিষ্ঠানের চন্দনজ্যোতি মোহন সর্বোচ্চ ৯৯.৩৩ শতাংশ নম্বর পেয়ে আসামকে গৌরবান্বিত করেছেন। এরপরে রয়েছেন নাজমুজ শাকিব, তিনি পেয়েছেন ৯৯.২৯ শতাংশ নম্বর। মারুফ ইমতিয়াজ পেয়েছেন ৯৯.২৩ শতাংশ নম্বর। মুমিনারা ইয়াসমিন পান ৯৮.৯৮ শতাংশ নম্বর। মেহেদি হাসান পেয়েছেন ৯৮.৮ শতাংশ। করণ বড়োর প্রাপ্ত নম্বর ৯৮.৫৪ শতাংশ।
অন্যদিকে মৃদুপবন কলিতাকে আজমল ফাউন্ডেশন সম্পূর্ণ বিনামূল্যে পাঠাদান করেছিল। তিনি পেয়েছেন ৯৫.৮ শতাংশ নম্বর। গত কয়েক বছর থেকে আজমল সুপার ৪০ আসামের শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল নাম। এই ধারা বজায় রেখে এ বারও শিক্ষা প্রতিষ্ঠান গোটা রাজ্যের মধ্যে শীর্ষস্থানে রয়েছে।