India & World UpdatesHappeningsBreaking News

জোট রাজনীতি হিমঘরে, বাংলায় সব আসনে মমতার প্রার্থী

ওয়েটুবরাক, ১১ মার্চ : পশ্চিমবঙ্গে ৪২ আসনেই প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। বহরমপুর আসনে প্রার্থী করা হয়েছে ক্রিকেটার ইউসুফ পাঠানকে। বরাবরই ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হন অধীর চৌধুরী। জোট রাজনীতিকে হিমঘরে ঠেলে এখন অধীরকেই বহরমপুরে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেললেন মমতা।

তৃণমূল সুপ্রিমো মমতা ঘোষণা করেন, শুধু বাংলা নয়, যে ৪ ভিন্ন রাজ্যে তৃণমূল প্রার্থী দেবে, সেখানেও ‘একলা চলবে’ ঘাসফুল শিবির। অসম-মেঘালয়-ত্রিপুরা এবং উত্তরপ্রদেশেও তৃণমূল আলাদাভাবে লড়াই করবে। একমাত্র উত্তরপ্রদেশে একটি আসন নিয়ে অখিলেশ যাদবের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানালেন মমতা।

এনিয়ে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে কংগ্রেস। তাদের তরফে জানানো হয়েছে, “দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আসন ভাগাভাগি চেয়েছিলাম আমরা। বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের সংঘবদ্ধ লড়াই চেয়েছিলাম।”

বিজেপি বলেছে, ‘‘ইন্ডি জোটে আরও একটি ঝটকা। দেখা যাচ্ছে রাহুল গান্ধী যেখানে যেখানে যাচ্ছেন, সেখানেই ইন্ডি জোট তার শেষ নিঃশ্বাস ফেলছে।’’

টিএমসির  তালিকায় নাম রয়েছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের। বিষ্ণুপুর কেন্দ্র থেকেই দাঁড়িয়েছেন তিনি। অর্থাৎ এবার রাজনীতির ময়দানে মুখোমুখি লড়াইয়ে এই প্রাক্তন দম্পতি।

তালিকায় আরও নানা চমক রয়েছে। বিজেপি থেকে তৃণমূলে আসা ৫ জন প্রার্থী হয়েছেন।  প্রার্থী তালিকায় নাম নেই ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সেখানে লড়বেন পার্থ ভৌমিক। তাছাড়া রচনা বন্দ্যোপাধ্যায়, দেবাংশু ভট্টাচার্যদের প্রার্থী করেছে তৃণমূল। তবে বাদ পড়েছেন মিমি চক্রবর্তী, নুসরত জাহানরা।

২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকা

১) কোচবিহার (তফসিলি জাতি): জগদীশচন্দ্র বাসুনিয়া।

২) আলিপুরদুয়ার (তফসিলি উপজাতি): প্রকাশচিক বরাইক।

৩) জলপাইগুড়ি (তফসিলি জাতি): নির্মলচন্দ্র রায়।

৪) দার্জিলিং: গোপাল লামা।

৫) রায়গঞ্জ: কৃষ্ণ কল্যাণী।

৬) বালুরঘাট: বিপ্লব মিত্র।

৭) মালদা উত্তর: প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়।

৮) মালদা দক্ষিণ: শাহনওয়াজ আলি রায়হান।

৯) জঙ্গিপুর: খলিলুর রহমান।

১০) বহরমপুর: ইউসুফ পাঠান।

১১) মুর্শিদাবাদ: আবু তাহের খান।

১২) কৃষ্ণনগর: মহুয়া মৈত্র।

১৩) রানাঘাট (তফসিলি জাতি): মুকুটমণি অধিকারী।

১৪) বনগাঁ (তফসিলি জাতি): বিশ্বজিৎ দাস।

১৫) ব্যারাকপুর: পার্থ ভৌমিক।

১৬) দমদম: সৌগত রায়।

১৭) বারাসত: কাকলি ঘোষ দস্তিদার।

১৮) বসিরহাট: হাজি নুরুল ইসলাম।

১৯) জয়নগর (তফসিলি জাতি): প্রতিমা মণ্ডল।

২০) মথুরাপুর (তফসিলি জাতি): বাপি হালদার।

২১) ডায়মন্ড হারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২২) যাদবপুর: সায়নী ঘোষ।

২৩) কলকাতা দক্ষিণ: মালা রায়।

২৪) কলকাতা উত্তর: সুদীপ বন্দ্যোপাধ্যায়।

২৫) হাওড়া: প্রসূন বন্দ্যোপাধ্যায়।

২৬) উলুবেড়িয়া: সাজদা আহমেদ।

২৭) শ্রীরামপুর: কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

২৮) হুগলি: রচনা বন্দ্যোপাধ্যায়।

২৯) আরামবাগ (তফসিলি জাতি): মিতালি বাগ।

৩০) তমলুক: দেবাংশু ভট্টাচার্য।

৩১) কাঁথি: উত্তম বারিক।

৩২) ঘাটাল: দেব। (দীপক অধিকারী)।

৩৩) ঝাড়গ্রাম (তফসিলি উপজাতি): কালীপদ সোরেন।

৩৪) মেদিনীপুর: জুন মালিয়া।

৩৫) পুরুলিয়া: শান্তিরাম মাহাতো।

৩৬) বাঁকুড়া: অরূপ চক্রবর্তী।

৩৭) বিষ্ণুপুর (তফসিলি জাতি): সুজাতা মণ্ডল খাঁ।

৩৮) বর্ধমান পূর্ব (তফসিলি জাতি): শর্মিলা সরকার।

৩৯) বর্ধমান-দুর্গাপুর: কীর্তি আজাদ।

৪০) আসানসোল: শত্রুঘ্ন সিনহা।

৪১) বোলপুর (তফসিলি জাতি): অসিতকুমার মাল।

৪২) বীরভূম: শতাব্দী রায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker