Barak UpdatesBreaking News
জেল থেকে থেকে মুক্তি পাওয়া সংহিতাদের মিছিল করে বরণ
২৩ ডিসেম্বর : টানা ১৩ দিন হাজতবাস। জেল থেকে মুক্তি পাওয়ার পর সমর্থকদের ভিড়ে এক আনন্দমুখর পরিবেশ। বাজি পটকা ফাটিয়ে মালা পরিয়ে তাদের নিয়েই গ্রামে মিছিল। দেড়-দুশ’ জনতা তাদের পৌঁছে দিয়ে এলেন বাড়িতে।
ভোট সংক্রান্ত হিংসার জেরে কয়েকদিন আগে জেলে যেতে হয় চান্নিঘাট জিপির ৬নং গ্রুপ সদস্য পদের কংগ্রেস প্রার্থী সংহিতা মালাকার, ঊষারানি মালাকার, জয়ন্ত মালাকার ও ফুলন্তি দাস নামের চার কংগ্রেস কর্মীকে জেলে যেতে হয়। শনিবার জামিনে জেল থেকে বুক্তি পাওয়ার পর তাঁরা হাওয়াইথাং বাজারে পৌছামাত্র সেখানে অপেক্ষারত কংগ্রেস সমর্থকরা তাদের গলায় মালা পরিয়ে প্রচুর বাজি পটকা পোড়ান। এরপরই তাদের মিছিল করে নিয়ে যাওয়া হয় বাড়িতে।
সংহিতা জানান, গ্রুপ সদস্য হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংশ্লিষ্ট নির্বাচন আধিকারিক ছবি সহ ভোটার তালিকা দেখে তাঁর মনোনয়নপত্র বৈধ বলে প্রার্থী হিসেবে পরিচয়পত্র ধরিয়ে দেন। কিন্তু পরে দেখা যায়, তালিকা থেকে ৪৪ জনের নাম বাদ পড়ে গেছে। কিন্তু ভোটের দিন তাদের আর ভোট দিতে দেননি ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার। ওই সময় তাদের ওপর হামলা চালায় অন্য কয়েকজন। আর এতে পুলিশ এসে তাদের ধরে নিয়ে যায়।
তিনি অভিযোগ করেন, মিথ্যা মামলায় তাদের ফাঁসানো হয়েছে। সংহিতারা দাবি করেন, ভোটে এভাবে তাদের হারিয়ে দিলেও জনগণের স্বতস্ফূর্ত সমর্থন তাদের সঙ্গে রয়েছে। শাসক দলের চাপে তাদের দায়ের করে মাম্লাটি পুলিশ ফাইলচাপা দিয়ে রেখেছে।