NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
জেল খেটে সুতারকান্দি দিয়ে স্বদেশে ফিরলেন ছয় বাংলাদেশি
ওয়েটুবরাক, ৬ অক্টোবর : অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে কারাবাসের পর গতকাল মঙ্গলবার দুপুরে সুতারকান্দি-শেওলা শুল্ক স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশি নাগরিক স্বদেশে ফিরলেন। বিএসএফ এবং আসাম পুলিশের সীমান্ত শাখার কাছ থেকে কূটনৈতিক প্রক্রিয়া মেনে তাদের বুঝে নেন বাংলাদেশের শেওলা ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি ।
দেশে ফেরার খবর পেয়ে সকাল থেকেই শেওলা শুল্ক স্থলবন্দরে আসেন তাদের স্বজনরা। জেলহাজত থেকে বাংলাদেশে ফেরত আসা ব্যক্তিরা হলেন নোয়াখালীর সুবর্ণচর থানার জাহাজ বাজবার গ্রামের মো. ইব্রাহিম, পটোয়াখালীর কলাপাড়া বাদুরতলির হাবিব মোল্লা, লালমণিরহাটের হাতিবান্ধা থানার বেলাগুড়ি গ্রামের হামিরুল ইসলাম, কিশোরগঞ্জের নিকলীর পাড়া বাজিতপুর গ্রামের মো. কামাল হোসেন, যশোর কতোয়ালীর ফতেপুর গ্রামের জাহানারা বেগম ও বাগেরহাটের কচুয়ার বাদহাল গ্রামের আলম খান ওরফে সহিদুল ইসলাম ।
এর মধ্যে মো. ইব্রাহিম ছিলেন তেজপুর সেন্ট্রাল জেলে, হাবিব মোল্লা এবং জাহানারা বেগম ছিলেন শিলচর সেন্ট্রাল জেলে, হামিরুল ইসলাম ডিব্রুগড় সেন্ট্রাল জেলে এবং আলম খান ছিলেন গোয়ালপাড়া সেন্ট্রাল জেলে । তাঁদের অধিকাংশ বেশি রোজগারের আশায় দালালের মাধ্যমে অবৈধ ভাবে ভারতে এসেছিলেন। কিন্তু সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে ধরা পড়ে যান। পরে তাদের ঠাঁই হয় রাজ্যের বিভিন্ন কারাগারে। বর্তমানে দেশে ফিরতে পারছেন বলে তাঁরা স্বস্তির নিশ্বাস ফেলছেন। এ পার থেকে স্বজনদের দেখেই তারা উৎফুল্ল বোধ করছিলেন।
হস্তান্তর প্রক্রিয়ায় ভারতের পক্ষে উপস্থিত ছিলেন আসাম পুলিশের এএসপি বীরেশ্বর সনোয়াল, কাস্টম আধিকারিক সমরেন্দ্র চক্রবর্তী সহ বিএসএফ আধিকারিকরা । বাংলাদেশের পক্ষে ছিলেন কোম্পানি কমান্ডার মনির মিয়া এবং বিয়ানীবাজার থানার এসআই আব্দুর রব সহ ইমিগ্রেশন পুলিশ আধিকারিকরা ।