NE UpdatesHappeningsBreaking News
জেলে বসে এমএ পরীক্ষা দিয়ে স্বর্ণপদক !
ওয়েটুবরাক, ৫ ফেব্রুয়ারি: ২০১৯ সালে গুয়াহাটির জু রোডে শপিং মলের সামনে আলফার বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন ছাত্রনেতা সঞ্জীব তালুকদার। সে থেকে কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি৷ জেলে বসেই এমএ পরীক্ষা দিলেন। ৭১ শতাংশ নম্বর পেয়ে সমাজবিজ্ঞানে প্রথম স্থান অধিকার করলেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বিচারাধীন সঞ্জীবকে স্বর্ণপদক পরিয়ে দেন রাজ্যপাল জগদীশ মুখী। তাঁর বোন ডলি তালুকদার জানান, গ্রেফতার হওয়ার সময় গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় এমফিল করছিলেন সঞ্জীব। কিন্তু কারাবন্দি হওয়ায় প্র্যাকটিক্যাল করার সুযোগ পাননি। সিদ্ধান্ত নেন, সমাজবিজ্ঞানে এমএ করবেন। পাশাপাশি এইচআইভি অ্যান্ড ফ্যামিলি এডুকেশন এবং মানবাধিকার বিষয়ে দুটি সার্টিফিকেট কোর্সও শেষ করে ফেলেছেন সঞ্জীব। মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জিওইনফরমেটিকস্ নিয়েও স্নাতকোত্তর সার্টিফিকেট কোর্সের পরীক্ষা শেষ করে ফেলেছেন তিনি। তার ফল আসা বাকি। ডলি বলেন, বিস্ফোরণের ঘটনায় দাদার নাম জড়ানোটা সকলের কাছেই বিষ্ময়কর ছিল। আশা করি, সত্যের জয় হবে। দাদাও বেকসুর মুক্তি পাবেন।