Barak UpdatesHappeningsBreaking News
জেলা পর্যায়ে রাজ্যে প্রথম জাস্টিস ক্লকের উদ্বোধন কাছাড়ে
ওয়ে টু বরাক, ১১ ফেব্রুয়ারি : শিলচরে কাছাড় জেলা আইনি পরিষেবা কার্যালয়ে শনিবার জাস্টিস ক্লক এর উদ্বোধন করলেন গৌহাটি হাইকোর্টের আইসিটি কমিটির চেয়ারম্যান বিচারপতি সুমন শ্যাম। এ দিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জাস্টিস ক্লকের ডিজিটাল বোর্ডের উদ্বোধন করেন তিনি। গৌহাটি হাইকোর্টের পর আসামের মধ্যে জেলা পর্যায়ে কাছাড়েই প্রথম এই ডিজিটাল পরিষেবার উদ্বোধন করা হয়েছে। পরবর্তীতে রাজ্যের অন্যান্য জেলাতেও এই পরিষেবার উদ্বোধন করা হবে।
জাস্টিস ক্লকের ডিসপ্লে বোর্ডে মামলা সংক্রান্ত বিভিন্ন তথ্য থাকবে যা বিচারপতি সহ বাদী- বিবাদীরা জানতে পারবেন। এছাড়াও কতগুলো মামলার নিষ্পত্তি হয়েছে বা কতগুলো মামলা ঝুলে রয়েছে, সেসব তথ্য ডিজিটাল বোর্ডে ডিসপ্লে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিচারপতি সুমন শ্যাম বলেন, ভারতীয় বিচার ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যেই সরকার এই কাজ করছে। কোনও কোনও মামলা প্রায় কুড়ি বছর থেকে আদালতে ঝুলে রয়েছে। সেইসব মামলার দ্রুত নিষ্পত্তি এবং প্রতিটি মামলা এক বছরের মধ্যে নিষ্পত্তি করার লক্ষ্যই এই পরিষেবা শুরু করা হয়েছে। অনুষ্ঠানে জেলা আদালতের জজ ধ্রুপদ কাশ্যপ দাস, অতিরিক্ত জেলাশাসক দীপক জিডুং, পুলিশ সুপার নোমাল মাহাতো, বিচারক ডিম্বেশ্বর তাই প্রমুখ উপস্থিত ছিলেন।