Barak UpdatesHappeningsBreaking News

জেরার মুখে নই, জেরা করতেই গিয়েছিলাম গুয়াহাটিতে, বললেন কৌর

ওয়েটুবরাক, ৪ ফেব্রুয়ারি : সুপারি সিন্ডিকেট নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দশ ওসি-আইসিকে গুয়াহাটিতে ডেকে পাঠালেও তাঁকে কোনও ধরনের জেরার জন্য ডাকা হয়নি৷ দাবি করলেন কাছাড় জেলার পুলিশ সুপার রমনদীপ কৌর৷ তিনি জানান, বরং উল্টোটাই হয়েছে৷ তিনি এই মামলায় ধৃত একজনকে জিজ্ঞাসাবাদ করতে গুয়াহাটিতে গিয়েছিলেন৷

শনিবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের ডেকে কৌর খোলামেলা বলেন, মায়ানমারে উৎপাদিত সুপারি, মাদক ইত্যাদি মিজোরাম থেকে আসামে এসে ঢোকে৷ আবার আসামের জন্য বরাদ্দ ভর্তুকির সার সে রাজ্যে পাচার হয়৷ সবগুলির জন্য পৃথক সিন্ডিকেট রয়েছে৷ সে গুলি রাজ্যের বিভিন্ন জেলা থেকে নিয়ন্ত্রিত হয়৷ ফলে কাছাড়  পুলিশ একক ভাবে মাঠে নামলেও সিন্ডিকেট ভাঙা সম্ভব হয় না৷ বরং এক সিন্ডিকেট ভাঙতে গেলে অন্য সামগ্রীর চোরাচালান বেড়ে যায়৷ তাই আসাম পুলিশ এ বার সমস্ত সিন্ডিকেট সমূলে উৎপাটনের জন্য বড়সড় ছক কষে মাঠে নেমেছে৷ কৌর জানিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রে সিন্ডিকেটের বেআইনি পণ্য পরিবহণের প্রভাব সরাসরি কাছাড়ে পড়ে না, এখানে কিছু ওঠানো-নামানোও হয় না, কিন্তু মিজোরাম থেকে কাছাড় জেলা দিয়েই যেহেতু সেগুলি প্রবেশ করে, তাই এ দিকেই সবাই আঙুল তোলেন৷ কৌরের কথায়, কাছাড়কে দুষ্কৃতীরা করিডর হিসাবে ব্যবহার করে৷ কৌর জানান, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর থেকে আসাম পুলিশ কাছাড়ের ওপর দিয়ে চলা সমস্ত সিন্ডিকেট নিয়ে একযোগে ভাবতে শুরু করে৷ পুলিশের অপরাধ দমন শাখা একটি মামলা গ্রহণ করে তদন্তে নেমেছে৷ সার, সুপারি বা মাদক আলাদা করে নয়, সমস্ত সিন্ডিকেটগুলির বিরুদ্ধে একসঙ্গে তদন্ত চলছে৷ কৌরের দাবি, কেউ রেহাই পাবে না৷ গত কিছুদিনে কাছাড়ে ৮৪৭৬ বস্তা সরকারি ভর্তুকির সার বাজেয়াপ্ত করা হয়েছে৷ সবগুলি মিজোরামে যাচ্ছিল৷ আটজন লরিচালক ও একজন গুদামমালিককে গ্রেফতার করা হয়েছে৷ চলছে মাদকবিরোধী অভিযানও৷

আর কয়লা সিন্ডিকেট ? এটি এই মামলার অন্তর্ভুক্ত নয় বলে স্পষ্ট করে দেন পুলিশ সুপার৷ কারণ হিসাবে বলেন, কয়লার সঙ্গে বিভিন্ন বিভাগ জড়িত রয়েছে৷ পুলিশের ওই জায়গায় তদন্তের অধিকারও নেই৷ পুলিশ শুধু তদন্তকারীদের বা সংশ্লিষ্টদের নিরাপত্তার ব্যবস্থা করে৷ তাঁর কথায়, এ নিয়েও সরকার পদক্ষেপ করছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker