Barak UpdatesHappeningsBreaking News
জিসি কলেজের পদার্থবিদ্যা বিভাগে “অ্যানুয়াল কলোকুয়াম”
ওয়েটুবরাক, ১৬ জুন: গুরুচরণ কলেজের পদার্থবিদ্যা বিভাগের উদ্যোগে শনিবার “অ্যানুয়াল কলোকুয়াম” শীর্ষক বার্ষিক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয় | অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান ড. অপ্রতিম নাগ | কলেজের অধ্যক্ষ ড. বিভাস দেব তাঁর বক্তব্যে গুরুচরণ কলেজের পদার্থবিদ্যা বিভাগের ঐতিহ্যের কথা তুলে ধরেন৷ তিনি বলেন, কিছু শেখা বা জানার জন্য বয়স কোনও অন্তরায় হতে পারে না । অধ্যক্ষ ড. দেব এই অঞ্চলে বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী উদ্ভাবনের ক্ষেত্রে পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক কান্তি ভূষণ সেনের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন ।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত বিভাগের প্রাক্তন দুই অধ্যাপক ড. সুরজিৎ সেন ও ড. তুষার কান্তি দে তাঁদের সংক্ষিপ্ত ভাষণে ছাত্র-ছাত্রীদের পদার্থবিদ্যা অধ্যয়নের সাথে সাথে গবেষণামূলক কাজে আত্মনিয়োগ করার পরামর্শ দেন ।
উদ্বোধনী পর্বের পর পদার্থবিদ্যা বিভাগের ষষ্ঠ ষান্মাসিকের ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন গবেষণামূলক কাজের বিস্তৃত বিবরণ পাওয়ার পয়েন্ট স্লাইড এর মাধ্যমে উপস্থাপন করেন । বিভাগের প্রাক্তন ছাত্র ও বর্তমানে অতিথি প্রভাষক হিসেবে কর্মরত অরিন্দম রায় ” সিঙ্গেল ক্রিস্টাল অ্যান্ড দেয়ার ক্যারেক্টারাইজেশন” শীর্ষক তাঁর গবেষণামূলক কাজের বিবরণ ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরেন ।
একই অনুষ্ঠানে পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় পত্রিকা “অন্বেষণ” এর আনুষ্ঠানিক উন্মোচন করেন অধ্যক্ষ এবং আমন্ত্রিত অতিথিরা । বিভাগীয় অধ্যাপক ড. রাজর্ষি কৃষ্ণ নাথের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় । অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কুমার সুনার, সহকারী অধ্যাপিকা ড. ইন্দিরা দে ও অতিথি প্রভাষক ড. পারিজাত বরগোঁহাই । সঞ্চালনায় ছিলেন অতিথি প্রভাষক শতশ্রী দেব ।