NE UpdatesHappeningsBreaking News
জিরিবামের বাঙালি বিধায়ক আসাবুদ্দিনও বিজেপিতে, বরণ করলেন নাড্ডা
ওয়েটুবরাক, ৫ সেপ্টেম্বর : মণিপুরের একমাত্র বাঙালি বিধায়ক মোহাম্মদ আসাবুদ্দিনও জেডিইউ ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন৷ সে রাজ্যের মোট পাঁচ জেডিইউ বিধায়ক একযোগে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন৷ জিরিবামের বিধায়ক আসাব ছাড়াও তালিকায় রয়েছেন, জয়কিষান সিংহ, এন সানাতে, থাংজাম অরুণকুমার এবং এলএম খাউতে৷ রবিবার তাঁদের দলে বরণ করে নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর দিল্লির অফিসে এই উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঁচ বিধায়ককে নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ, বিজেপির মণিপুর প্রদেশ সভাপতি এ সারদা দেবী৷ দলের জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর পরই নাড্ডা টুইট করেন, “মণিপুরের পাঁচ জেডিইউ বিধায়ককে বিজেপি পরিবারে স্বাগত। তাঁদের গুণাবলি দলকে উপকৃত করবে। আমি নিশ্চিত যে, আপনারা বিজেপি সদস্য হিসাবে দেশের সেবায় নিয়োজিত হবেন এবং ভারতের উন্নয়নে নিজেদের ভূমিকা পালন করবেন।” প্রসঙ্গত, তাঁদের দলত্যাগের দরুন বর্তমান বিধানসভায় জেডিইউ-র মাত্র একজন বিধায়ক রইলেন।