Barak UpdatesHappeningsBreaking News
জায়গার অভাব, হাইলাকান্দির ১৮ কোভিড রোগী মেডিক্যালে চিকিতসাধীন
১৪ জুন : শিলচর মেডিক্যালে করোনা স্যাম্পল টেস্ট ২০ হাজারের ঘর অতিক্রম করেছে। মেডিক্যালের উপাধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত জানান, এ পর্যন্ত শিলচর মেডিক্যালে ২০ হাজার ২০৯টি। এর মধ্যে ৪৫৪টি কোভিড পজিটিভ ধরা পড়েছে। এই সংখ্যার মধ্যে বরাকের তিন জেলা ছাড়াও ডিমা হাসাও ও মিজোরাম রয়েছে।
মেডিক্যালের কোভিড ব্লকের পরিসংখ্যান তুলে ধরে ডাঃ গুপ্ত বলেন, এখানে মোট ৪৩ জন রোগী রয়েছেন। এর মধ্যে ৩৮ জন পুরুষ, ৩ জন মহিলা ও ২টি শিশু। এর মধ্যে আবার হাইলাকান্দির ১৮ জন কোভিড রোগীও রয়েছেন। তিনি জানান, হাইলাকান্দিতে কোভিড রোগীর সংখ্যা বেশি হওয়ায় সেখানে জায়গা করা যাচ্ছে না। সেজন্যই এদের শিলচর মেডিক্যালে পাঠিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, হাইলাকান্দিতে কোভিড রোগীদের জন্য ৫০টি বেড রয়েছে। তাঁর কথায়, মেডিক্যালের সার্জারি বিভাগকে যেহেতু কোভিড ব্লকের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, তাই এখনও মেডিক্যালে বেডের অভাব হচ্ছে না। প্রসঙ্গত, শনিবার ১৮ জন কোভিড রোগীকে হাইলাকান্দি থেকে শিলচর পাঠানো হয়েছে।