NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
জাহাজ প্রতীক চিহ্নে ভোটে লড়বে লুরিনের দল
২৮ ফেব্রুয়ারি : জাহাজ প্রতীক চিহ্ন নিয়ে এ বার বিধানসভা নির্বাচনে অবতীর্ণ হবে নবগঠিত রাজনৈতিক দল অসম জাতীয় পরিষদ। কেন্দ্রীয় নির্বাচন কমিশন অসম জাতীয় পরিষদ দলকে পঞ্জীয়ন নম্বর প্রদান করেছে। নির্বাচন কমিশন ঘোষণা করেছে, ২৫ ফেব্রুয়ারি থেকে দেশের একটি স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে অসম জাতীয় পরিষদ পরিগণিত হবে।
একই সঙ্গে অসম জাতীয় পরিষদের প্রতীকও ঘোষণা করা হয়েছে। জাহাজ প্রতীক চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এজেপি। এদিকে আজ গুয়াহাটির প্রাগ কন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে দলের পঞ্জীয়ন নম্বর এবং প্রতীকের কথা জানান অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ।
এ দিন লুরিনজ্যোতি বলেন, ব্রহ্মপুত্রে ভাসমান জাহাজ স্বনির্ভরশীল আসাম, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মধ্যে সমন্বয়, বাণিজ্যের ক্ষেত্রে যোগসূত্র, নদীর দু’পারের সঙ্গে সমন্বয়, অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদির সঙ্গে জড়িত। আর সে জন্যই দলের এই প্রতীক নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এজেপির প্রতীক প্রকাশ না হওয়াকে কেন্দ্র করে বিভিন্ন মহল সামাজিক মাধ্যমে অপপ্রচার চালিয়েছিল। তিনি এও বলেন, কংগ্রেসের মহাজোটের সঙ্গে কোনওভাবে মিত্রতা সম্ভব নয়। তবে হাগ্রামা মহিলারির সঙ্গে বহুবার আলোচনা হয়েছে। কিন্তু রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য হয়তো তিনি মহাজোটের অংশীদার হয়েছেন।