Barak UpdatesHappeningsBreaking News
জানিগঞ্জের কালীপূজায় জীবন্ত দৃশ্যে শুম্ভ-নিশুম্ভ বধ
ওয়েটুবরাক, নভেম্বরঃ শুম্ভ ও নিশুম্ভ বধ এ বারের কালীপূজায় শিলচর জানিগঞ্জ পূজা কমিটির প্রধান আকর্ষণ। জীবন্ত দৃশ্যে তা ফুটিয়ে তুলবেন ত্রিপুরার শিল্পীদল।
শুম্ভ ও নিশুম্ভ হলেন অসুর ভ্রাতৃদ্বয়। তারা দেবতাদের স্বর্গ থেকে উৎখাত করতে থাকলে দেবী দুর্গা কৌশিকী রূপে তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। ব্রহ্মার বরে অসুর ভ্রাতৃদ্বয় দেব, দানব ও মানুষের হাতে অপরাজেয় হলেও দেবীর বিরুদ্ধে তারা সুরক্ষিত ছিলেন না। প্রথমেই দেবীর সিংহকে আক্রমণ করতে গিয়ে নিশুম্ভের মৃত্যু ঘটে। তাঁর মৃতদেহ থেকে এক শক্তিশালী দানবের উত্থান ঘটে। দেবী সেই দানবের শিরশ্ছেদ করেন। ভাইয়ের মৃত্যুতে ক্রুদ্ধ হয়ে শুম্ভ দেবীকে আক্রমণ করেন। কিন্তু তিনি নিজেই দেবীর ত্রিশূলে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। শুম্ভ ও নিশুম্ভের মৃত্যুর পরে ত্রিলোক আবার স্বাভাবিক হয়।
একেই ষোল মিনিটে দৃশ্যায়িত করবেন কমল দাসের নেতৃত্বাধীন শিল্পীদল। গত বছর জানিগঞ্জ কালীপূজা কমিটির পঞ্চাশ বছর পেরোলেও কোভিড পরিস্থিতির জন্য একে উদযাপন করা যায়নি। তাই এ বার তারা বিশেষ আয়োজন করছেন।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ডেকে পূজা কমিটির সভাপতি রাজকুমার পাল ও সম্পাদক অভিজিৎ পাল বলেন, মণ্ডপ-প্রতিমা-আলোক সজ্জা সবেতেই তারা আকর্ষণ সৃষ্টির চেষ্টা করছেন। জানিগঞ্জে দুটি প্রধান তোরণ থাকবে। থাকবে 35টি কলকা। মণ্ডপ সেজে উঠছে দক্ষিণ ভারতের মন্দিরের আদলে। নন্দদুলাল সাহা, জয় বরদিয়া, নিতাই পাল, সঞ্জয় পালকে পাশে বসিয়ে সভাপতি-সম্পাদক শোনান, মণ্ডপ তৈরি করছেন জয় দাস, প্রতিমা গড়ছেন নবদ্বীপের শিল্পী পার্থ দাস, আলোকসজ্জায় সঞ্জীব দাস ও সাউন্ড সিস্টেমে সমীর পাল। থিম সং তৈরি করেছেন সায়ন বিশ্বাস।
আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মণ্ডপের উদ্বোধন করবেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের স্বামী বৈকুণ্ঠানন্দ মহারাজ। থাকবেন সাংসদ সুস্মিতা দেব, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, প্রাক্তন বিধায়ক দিলীপকুমার পাল, জেলাশাসক কীর্তি জল্লি ও পুলিশ সুপার রমনদীপ কৌর। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকেও তাঁরা আমন্ত্রণ জানিয়েছেন বলে জানালেন কমিটির কর্মকর্তারা। আগামী শনিবার পর্যন্ত প্রদর্শনী ও মণ্ডপ দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
সাংবাদিক সম্মেলনে সুনীলচন্দ্র পাল, পৃথ্বিশ পাল, প্রশান্ত পালও উপস্থিত ছিলেন।