NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

জাতীয় পতাকা কিনতে অরুণোদয়ে মিলবে অতিরিক্ত ১৮ টাকা

ওয়েটুবরাক, ৩১ জুলাই : আগস্ট মাসে অরুণোদয় প্রকল্পে হিতাধিকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০১৮ টাকা দেওয়া হবে৷ অসম সরকার অতিরিক্ত ১৮ টাকা দেবে জাতীয় পতাকা কেনার জন্য৷ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার এই কথা ঘোষণা করেন৷ তিনি বলেন, রেশন দোকানের মাধ্যমে ১৮ টাকায় জাতীয় পতাকা বিক্রি করা হবে৷ ‘হর ঘরে তিরঙা’র আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী অরুণোদয় প্রাপকদেরও নিজেদের ঘরের সামনে জাতীয় পতাকা ওড়াতে বলেন৷

এ দিন মুখ্যমন্ত্রী শর্মা প্রতি ঘরে তেরঙা বিষয়ে রাজ্য সরকারের থিম সঙ রিলিজ করেন৷ রাজ্যের জনপ্রিয় শিল্পীরা তাতে কণ্ঠ দিয়েছেন৷ আগামী ১৫ দিন এই গান জনসংযোগ দফতরের পাবলিক লাউডস্পিকার সিস্টেমে বাজানো হবে৷

মুখ্যমন্ত্রীর অনুরোধ, এই কয়টি দিন সবাই যাতে যে কোনও অনুষ্ঠানে জাতীয় পতাকা উপহার দেন৷ অনুষ্ঠান ছাড়াও একে অপরকে এই মূল্যবান উপহার দিতে বলেন৷ তিনি রাজ্যের প্রত্যেক চা বাগান মালিক এবং মল কর্তৃপক্ষকে তাদের শ্রমিকদের হাতে একটি করে জাতীয় পতাকা উপহার হিসাবে তুলে দিতে আহ্বান জানান৷ মুখ্যমন্ত্রী সকলের ফেসবুক-টুইটারের প্রোফাইলে ২ আগস্ট থেকে জাতীয় পতাকা লাগাতেও অনুরোধ করেন৷ বলেন, জাতীয় পতাকা উত্তোলন করে সেলফি তুলে হরঘরতিরঙা ডটকমে পাঠাতে পারেন৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker