Barak UpdatesHappeningsBreaking News

জাতীয় নবজাতক সপ্তাহ উপলক্ষে শিলচর সিভিল হাসপাতালে সচেতনতা

ওয়েটুবরাক, ২১ নভেম্বর: জেলায় শুরু হল জাতীয় নবজাতক শিশু সপ্তাহ। বুধবার এ উপলক্ষে সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল হাসপাতালে এন এন এফ অ্যান্ড আইএপি বরাক ভ্যালি শাখার সহযোগিতায় জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মনের পৌরোহিত্যে হাসপাতালে ভর্তি মা শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে এক সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতলের বরিষ্ঠ শিশুরোগ বিশেষজ্ঞ ডা. সাধন কুমার রায় বলেন, হাসপাতালে নবজাতককে বাঁচাতে সংক্রমণমুক্ত পরিষেবা প্রদান করে মা ও শিশুদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তাই, বাড়িতে যাবার পর অভিভাবকদের উচিত তাদের পর্যাপ্ত পরিমাণে যত্ন নেওয়া। তিনি বলেন, বাড়িতে নবজাতক শিশু বা মা-র আকস্মিক কোনো অসুবিধা দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে হাসপাতালে নিয়ে আসা উচিত।

Rananuj

শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ হামিদা সুলতানা বলেন, নিয়ম মেনেই মা ও শিশুর ওষুধ সেবন করা উচিত। তিনি অভিভাবকদের সতর্ক করে বলেন, শারীরিক সক্ষমতাকে বিবেচনা না করে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহারে শরীরের অনেক ক্ষমতা হ্রাস পায় এবং পরবর্তীতে ওষুধ শরীরের কোনো কাজে আসে না। কাজেই প্রেসক্রিপশন ছাড়া ফার্মাসি থেকে ওষুধ কিনে খাওয়া কখনো উচিত নয়। সভায় উপস্থিত অপর শিশুরোগ বিশেষজ্ঞ কেশব পাটিকর বলেন, নবজাতক শিশুর জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই। ৬ মাস বয়স পর্যন্ত কেবলমাত্র মায়ের দুধ দিতে হবে। মায়ের দুধ নবজাতকের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং যে কোনও সংক্রমণ থেকে শিশুকে বাঁচিয়ে রাখে। হাসপাতাল সুপার ডাঃ অরূপ পাটোয়া বলেন, সুস্থ ও সবল শিশুর সূচনা হয় মায়ের গর্ভে। গর্ভাবস্থায় মাকে উপযুক্ত খাবার এবং ব্যালেন্স ডায়েট নিতে হয়। তাহলে আমরা সুস্থ ও সবল শিশুর জন্মের আশা করতে পারি।

ডাঃ আশুতোষ বর্মন তার বক্তব্য বলেন, নবজাতকের রোগ অতি স্পর্শকাতর। তাদের স্বাস্থ্যজনিত কোনো সমস্যা দেখা দিলে সঠিক সময়ে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা উচিত। কোনও অবস্থায় ঝুঁকি নেওয়া উচিত নয়। যতদূর সম্ভব হাসপাতালে থেকেই তাদের চিকিৎসা এবং যত্ন নেওয়া উচিত। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে ডাঃ রোহন বিশ্বাস, ডিএমই ড০ গুলবাহার রাজ, কাউন্সিলর ইরশাদুর রহমান বড়ভুইয়া সহ হাসপাতালের নার্স ও অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker