NE UpdatesHappeningsBreaking News
জল দেখে ফিরেই প্রবীণাকে দিয়ে পা ধুইয়ে নিলেন ত্রিপুরার বিজেপি বিধায়িকা
ওয়েটুবরাক, ২১ মে: জলমগ্ন এলাকা ঘুরে দেখে গিয়ে এক মহিলাকে দিয়ে পা ধুইয়ে নিলেন ত্রিপুরার বিজেপি বিধায়িকা মিমি মজুমদার। ভিডিয়োটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় শুক্রবার। এ নিয়ে বিরোধীরা সরব হয়েছেন৷ বৃহস্পতিবার আচমকা প্রবল বর্ষণে আগরতলা শহর জলমগ্ন হয়ে পড়ে। অফিস ফেরত মানুষ অনেক রাত পর্যন্ত বাড়ি ফিরতে পারেননি।
বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিমি মজুমদার সে সময় বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। ফিরে গিয়ে তিনি একজন বয়স্ক মহিলাকে দিয়ে তাঁর পা ধুইয়ে নেন।
সিপিএম বিষয়টিকে অত্যন্ত নিন্দনীয় এবং অমানবিক বলে উল্লেখ করেছে। তাদের কথায়, এটা বিজেপি দলের জনপ্রতিনিধিদের পক্ষেই সম্ভব। এটাই তাদের আসল সংস্কৃতি। তৃণমূল কংগ্রেস জানায়, বিজেপি নেতাদের অমানবিক ঔদ্ধত্ব আবার প্রকাশ্যে এলো। আগের দিনই আসামের বিজেপি বিধায়ক শিবু মিশ্র এক নাগরিকের পিঠে চেপে জল দেখেছিলেন৷ সে উদাহরণ টেনে তৃণমূল বলে, মিমির আচরণও একই ধরনের নিষ্ঠুর৷ ত্রিপুরার মানুষ তা ভুলবে না বলে তারা সতর্ক করে দেয়। কংগ্রেসও এই ঘটনার নিন্দা জানায়৷
এ দিকে, মিমি মজুমদারের ঘনিষ্ঠরা একটি পাল্টা ভিডিয়ো পরে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে সত্য ঘটনা জানার অনুরোধ জানান৷ সেখানে দেখা যায়, প্রবীণা পা ধুইয়ে দিলেও মিমি বারবার আপত্তি করে চলেছেন, নিজেই পা ধুতে চাইছেন৷ বিধায়িকা বলছেন, ”ভারতীদি, তুমি আমায় পাপ করতে দিও না৷ পাপ হবে যে আমার!”