NE UpdatesAnalyticsBreaking News
জল জীবন মিশনের ঠিকার সিবিআই তদন্ত চান রকিবুল
গুয়াহাটি, ১৩ নভেম্বর : জল জীবন মিশন এর ঠিকা প্রদান সম্পর্কে কংগ্রেস নেতাদের প্রতি মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়ার আহবানের প্রত্যুত্তর দিলেন প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন। সোমবার নিজের বাসভবনে এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা রকিবুল মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়ার বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া এক সময় কংগ্রেসের সাধারণ সৈনিক ছিলেন।
রকিবুল বলেছেন, এখন বিজেপিতে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার ঘনিষ্ঠ হওয়ার জন্য খারাপ কথা বলার প্রতিযোগিতা চলছে। মন্ত্রী বরুয়া এখন ক্ষমতায় মত্ত হয়ে প্রলাপ বকতে শুরু করেছেন। তিনি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল জীবন মিশনের ঠিকার সিবিআই অথবা ইডির মাধ্যমে তদন্ত করার দাবি জানান।
উল্লেখ্য, সম্প্রতি কংগ্রেস নেতা ভূপেন বরা, রকিবুল হোসেন ও গৌরব গগৈকে জল জীবন মিশন এর ঠিকা প্রদানে দরদাম করে বিজেপিতে যোগদানের জন্য আহ্বান জানিয়েছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া।