Barak UpdatesHappeningsBreaking News
জলে থৈথৈ শহর শিলচর
ওয়েটুবরাক, ২১ জুলাই: ভোরতেই অঝোর বর্ষণ থেমে গিয়েছে৷ কিন্তু শিলচর শহরের অধিকাংশ রাস্তা থেকে জল নামেনি৷ বহু বাড়িঘর, দোকানপাট এখনও জলে ডোবা৷ বিশেষ করে, অম্বিকাপট্টি চৌরঙ্গির চারদিকের গলি-উপগলি, শ্যামাপ্রসাদ রোড, লিংক রোডের অধিকাংশ এলাকা, বিবেকানন্দ রোডের বেশ কয়েকটি লেন জলময়৷ কোথাও হাঁটুজল, কোথাও হাঁটু পেরিয়ে৷ জল জমে রয়েছে পাবলিক স্কুল রোডের কটি গলিতেও৷
নির্বাচিত পুরবোর্ড না থাকায় এ নিয়ে কারও কোনও মাথাব্যথা রয়েছে বলে মনে হয় না৷ স্বচ্ছ শিলচরের স্লোগান আউড়ালেও পুর কর্তৃপক্ষ নর্দমা সাফাই নিয়ে উদাসীন ভূমিকা পালন করে চলেছে৷ জল-জঞ্জালের দুর্ভোগ থেকে নাগরিকদের রেহাই দিতে না নির্বাচিত বোর্ডগুলি এতকালে কিছু করতে পেরেছে, না তরুণ আইএএস, অভিজ্ঞ এসিএস-রা কিছু করছেন৷ জনতার যন্ত্রণা দিনদিন বেড়ে চলেছে৷