Barak UpdatesHappeningsBreaking News
জলে ডুবল করিমগঞ্জ, প্রতিবাদে সড়ক অবরোধ
৪ জুন: করিমগঞ্জ শহর আক্ষরিক অর্থেই জলে ডুবেছে৷ প্রতিবাদে জনতা বৃহস্পতিবার জাতীয় সড়ক অবরোধ করে৷ মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে প্রতিবাদ ভিন্ন মাত্রা পেলেও শেষপর্যন্ত তাঁর করিমগঞ্জ সফর বাতিল হয়৷ আন্দোলনকারীদের দাবি, গণক্ষোভের আঁচ পেয়েই করিমগঞ্জে আসেননি সর্বানন্দ সোনোয়াল৷
এ দিন সকালে কয়েকঘন্টা বৃষ্টি হতেই গোটা করিমগঞ্জ শহর কৃত্রিম বন্যার কবলে l মন্দির-মসজিদ, বাজার-দোকান, বসতবাড়ি, রাস্তাঘাাট জলের নীচে l জাতীয় সড়ক থেকে ধরে প্রতিটি অলি-গলি জলে জলাকার l ছোটো গাড়িগুলোর ভিতরে জল ঢুকে যায় l অনেক স্থানে সড়কের উপর গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয় l পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেও পুলিশ ব্যর্থ হয় l
ক্ষোভে জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় নাগরিকরা l শ্রীভূমি শিব মন্দির, সরকারি স্কুল এবং বিজেপির কার্যালয়ের সামনে ব্যারিকেড বসিয়ে যান চলাবন্ধ করে দেওয়া হয় l একইভাবে শহরের বেশ কিছু এলাকায় জনতা সড়ক অবরোধ করেন৷
কিন্তু প্রতিবাদ চলাকালে প্রশাসনের কারও দেখা মিলেনি৷ বিক্ষোভ চলার সময়ে পুরসভা থেকে শ্রমিকরা নালা পরিষ্কার করতে গেলে ক্ষুব্ধ নাগরিকরা তাদের কাজ করতেদেননি l তাদের দাবি, জেলাশাসক বা পুরপ্রশাসককে সরজমিনে আসতে হবে l তার পর নালার আবর্জনা পরিষ্কার করা হবে l পুরকর্মীরা বর্তমান পুরপ্রশাসককে বার বার ফোন করলেও তিনি যাননি৷ ফলে বাধ্য হয়ে সাফাই না করে চলে যেতে হয়েছে শ্রমিকদের l
এদিকে, জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদের প্রতি সমর্থন দিয়ে ব্যবসায়ী কুশল সিনহা বলেন, গত ১২ বছর থেকে করিমগঞ্জের মানুষ এক বিশেষ রাজনীতির শিকার l মাস্টার ড্রেনেজের নামে খালকে ছোটো করে নালা তৈরি করা হয়েছে৷ এরই শিকার শহরসুদ্ধ মানুষ৷