India & World UpdatesHappeningsBusinessBreaking News
জলপথে বাংলাদেশ থেকে পণ্য পরিবহণ শুরু, সিমেন্ট জাহাজ আসছে করিমগঞ্জে
৩ নভেম্বর: এ বার আর ট্রানজিট বা ট্রানশিপমেন্ট নয়৷ সরাসরি পণ্য পরিবহণ শুরু হল বাংলাদেশ ও আসামের মধ্যে৷ বাংলাদেশ থেকে ১২৫ টন সিমেন্ট নিয়ে জাহাজ আসছে করিমগঞ্জে৷ রবিবার দুপুরে এভি প্রিমিয়ার নামের জাহাজটি রওয়ানা দিয়েছে৷ এ কোনও পরীক্ষামূলক নৌ-যাত্রা নয়, নিয়মিত চালান হিসাবেই নারায়ণগঞ্জ থেকে মেঘনা নদীতে এর যাত্রা শুরু করেছে৷ আশুগঞ্জ পৌঁছে সিলেটের কুশিয়ারা নদীতে ভাসবে৷ পরে জকিগঞ্জ সীমান্ত পাড়ি দিয়ে করিমগঞ্জে নোঙর করবে৷ সে আবার আরেক রবিবার৷
পুরো সাতদিনের যাত্রা শেষে আগামী ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জাহাজকে ভারতে স্বাগত জানাবেন এবং বাংলাদেশের চালান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন৷ এ উপলক্ষে কুশিয়ারা তীরে করিমগঞ্জ বন্দরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ প্রধানমন্ত্রী অবশ্য ভার্চুয়ালি উপস্থিত থাকবেন৷ বড় পর্দায় দেখা যাবে তাঁকে, শোনা যাবে তাঁর কথাবার্তা৷ করিমগঞ্জের কর অ্যান্ড সন্স এই সিমেন্ট আনাচ্ছেন৷ প্রধানমন্ত্রী এই সংস্থার কর্ণধারের সঙ্গেও কথা বলতে পারেন৷
নৌ প্রটোকলের আওতায় এই পথটি এতদিন ট্রানজিট হিসাবে ব্যবহার করেছে ভারত৷ এ বার বাংলাদেশের সঙ্গে পণ্য আমদানি-রফতানির জন্য ব্যবহার শুরু হল৷