NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

জয়ন্ত কাছাড়-হাইলাকান্দি, পীযূষ করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী

ওয়েটুবরাক, ২ সেপ্টেম্বর : এক বছরের মধ্যে অভিভাবক মন্ত্রীদের জেলা বদল করে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ তাঁর অতি বিশ্বস্ত দুই মন্ত্রীর হাতে ছাড়া হয়েছে বরাক উপত্যকার তিন জেলার দায়িত্ব৷ অশোক সিংহলকে সরিয়ে কাছাড় জেলার অভিভাবক মন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়েছে জয়ন্ত মল্ল বরুয়াকে৷ হাইলাকান্দি জেলারও অভিভাবক তিনি৷ পীযূষ হাজরিকাকে করা হয়েছে করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রী৷ জলসম্পদ, জনসংযোগ, সামাজিক ন্যায় ও সবলীকরণ মন্ত্রী হাজরিকা শোণিতপুর এবং বিশ্বনাথেরও নতুন অভিভাবক মন্ত্রী৷ জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া কাছাড়, হাইলাকান্দি ছাড়াও ধুবড়ি জেলাও দেখভাল করবেন৷

বরাক উপত্যকার একমাত্র মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে দুই জেলার অভিভাবক করা হয়েছে৷ জেলাদুটি হলো নগাঁও ও হোজাই৷ কাছাড়ের প্রাক্তন অভিভাবক অশোক সিংহলকে দেওয়া হয়েছে গোয়ালপাড়া ও কোকরাঝাড়ের অভিভাবকত্ব৷

অন্যান্যদের মধ্যে কামরূপ মেট্রো ও উত্তর লখিমপুরে অতুল বরা, ডিমা হাসাও, কার্বি আংলং ও পশ্চিম কার্বি আংলং জেলায় যোগেন মোহন, বঙ্গাইগাঁও, ডিব্রুগড় ও তিনসুকিয়ায় রঞ্জিতকুমার দাস, মরিগাঁও, গোলাঘাট ও দক্ষিণ শালমারা মানকাছাড়ে কেশব মহন্ত, যোরহাট ও নলবাড়িতে অজন্তা নেওগ, শিবসাগর, মাজুলি ও বরপেটায় রণোজ পেগু, কামরূপ ও দরঙে চন্দ্রমোহন পাটোয়ারি, চরাইদেও ও উদালগুড়িতে বিমল বরা, বাকসা ও বজালিতে নন্দিতা গারলোসা, চিরাও ও তামুলপুরে উরখাও গোরা ব্রহ্ম এবং ধেমাজির অভিভাবক মন্ত্রী মনোনীত হলেন সঞ্জয় কিষান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker