Barak UpdatesHappeningsBreaking News

জমা জল : ভোট দিলেন না চিত্তরঞ্জন রোডের ১২০ ভোটার

ওয়েটুবরাক, ২৬ এপ্রিল : শিলচর শহরের চিত্তরঞ্জন রোডে দীর্ঘদিন ধরে জল জমে থাকার প্রতিবাদে সেখানকার ১২০ জন ভোটার ভোট বয়কট করেন। আগেই তাঁরা ভোট না দেওয়ার কথা প্রচার মাধ্যমে জানিয়েছিলেন৷ কিন্তু না সরকারি তরফে, না কোনও রাজনৈতিক দল তাদের সঙ্গে যোগাযোগ করেছে৷ শুক্রবার ভোটের দিনে জেলাশাসক একজন ম্যাজিস্ট্রেট পাঠান৷ তিনি ১৫ দিনের মধ্যে কাজ শুরুর কথা বললেও জলযন্ত্রণা থেকে পুরোদমে রেহাই দেওয়ার ব্যাপারে তাদের আশ্বস্ত করতে পারেননি৷ তাই শেষপর্যন্ত ওই রোডের ১২০ ভোটারের কেউ ভোট দেননি৷

এলাকাবাসী জানান, জলজমার এই সমস্যায় তাঁরা ১০-১২ বছর ধরে ভুগছেন৷ বছর তিনেক ধরে একেবারে মাত্রাছাড়া অবস্থা৷ আধ ঘণ্টা বৃষ্টি হলে চিত্তরঞ্জন রোডটিতে হাঁটুজল হয়ে যায়৷ একবার জল ঢুকলে সাতদিনের আগে বেরোয় না৷ বর্ষার দিনে বেরনোর সুযোগই মেলে না৷ এর দরুন জলের রঙ কালো হয়ে নানা রকমের পোকার সৃষ্টি হয়৷ ওই জল পেরিয়ে নানা ধরনের চর্মরোগে  ভুগতে হয়৷ ছেলেমেয়েদের স্কুল-কলেজে যাওয়া বন্ধ হয়ে যায় তখন৷

তাঁদের কথায়, লঙ্গাই খাল সাফাই না হওয়ার দরুনই তাদের এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে৷ অথচ এই ব্যাপারে কারও কোনও হেলদোল নেই৷ এ বার জলযন্ত্রণা থেকে রেহাই মিললে আগামী বিধানসভা নির্বাচনে ভোট দেবেন বলে জানান তাঁরা৷ নইলে তখনও ভোট বয়কট করবেন বলে আগাম জানিয়ে দেন ১২০ ভোটার৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker