Barak UpdatesHappeningsBreaking News
জগন্নাথ সিং কলেজে প্রজাতন্ত্র দিবস পালন
ওয়ে টু বরাক, ২৬ জানুয়ারি : বিভিন্ন কার্যসূচির মাধ্যমে উধারবন্দ জগন্নাথ সিং কলেজে ৭৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। সকাল ৭ টা ৪৫ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষ ডঃ এস সমরেন্দ্র সিংহ। প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন কলেজের হিন্দি বিভাগের প্রধান ডঃ সন্তোষ কুমার চতুর্বেদী ও কলেজের শিক্ষক ডঃ গঙ্গেশ ভট্টাচার্যের পুত্র, শিলচর সাই বিকাশ বিদ্যানিকেতনের চতুর্থ শ্রেণির ছাত্র গৈরিক ভট্টাচার্য।
বক্তারা প্রজাতন্ত্র দিবস পালনের গুরুত্বের কথা তুলে ধরেন। তারা বলেন, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান বলবৎ হওয়ায় এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে প্রতিবছর পালিত হয়। ভারতের সংবিধান প্রদত্ত নাগরিকদের মৌলিক দায়িত্ব ও কর্তব্যের কথাও বক্তব্যে উঠে আসে। এছাড়াও আয়োজিত হয় বিভিন্ন কার্যসূচি। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা সহ অশিক্ষক কর্মচারীরা অংশগ্রহণ করেন।