Barak UpdatesHappeningsBreaking News
জগন্নাথ সিং কলেজে ডিজিটাল লাইব্রেরি দিলেন কৌশিক
ওয়ে টু বরাক, ২৭ ডিসেম্বর : উধারবন্দ জগন্নাথ সিং কলেজের কেন্দ্রীয় লাইব্রেরির অন্তর্ভুক্ত বেণীমাধব দাস স্মৃতি ডিজিটাল লাইব্রেরি গঠনের প্রতিশ্রুতি পালন করলেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই। মঙ্গলবার কলেজের শিক্ষক-অশিক্ষক কর্মচারী, কলেজ পরিচালন সমিতি ও স্থানীয় সমাজ কর্মীদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি পালন করেন তিনি।
এ দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৌশিক রাই বলেন, জগন্নাথ সিং কলেজের সার্বিক উন্নয়নের ব্যাপারে স্থানীয় বিধায়ক মিহির কান্তি সোম, সাংসদ রাজদীপ রায় ও তিনি নিজে যথেষ্ট উদ্যোগী রয়েছেন। কলেজের সার্বিক উন্নয়নের ব্যাপারে আগামী দিনেও তারা যৌথভাবে সক্রিয় ভূমিকা পালন করে যাবেন। কলেজের উন্নয়নের ব্যাপারে বিধায়ক কৌশিক রাইকে কলেজের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
কলেজে খুব শীঘ্রই দুটি ডিজিটাল ক্লাস রুম তৈরি করে দেওয়ার জন্য এ দিনের অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিয়েছেন পশ্চিম উধারবন্দ জেলা পরিষদ সদস্য প্রবাল চন্দ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উধারবন্দ এলাকার শিক্ষাবিদ ক্ষৌণিশ চক্রবর্তী, কলেজ পরিচালন সমিতির সভাপতি সোমনাথ দেব, প্রাক্তন সভাপতি সূর্যকুমার শর্মা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. এস সমরেন্দ্র সিংহ।