Barak UpdatesHappeningsBreaking News
জগন্নাথ সিং কলেজে উনিশ বন্দনায় তাৎক্ষনিক বক্তৃতা
ওয়ে টু বরাক, ১৯ মে : উধারবন্দ জগন্নাথ সিং কলেজের বাংলা বিভাগের উদ্যোগে শুক্রবার কলেজ প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় ১৯ শে মে ভাষা শহিদ দিবস পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক সভায় বিভাগীয় প্রধান ডঃ বাসবী পাল, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড: শ্যাম মামুদ বড়ভূইয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড: স্বপন দাস এবং স্নাতক স্তরের বিভিন্ন সেমিষ্টারের ছাত্র ছাত্রীরা ১৯শে মের প্রেক্ষাপট নিয়ে মত বিনিময় করেন।
এরপর ছাত্রছাত্রীদের মধ্যে ভাষা শহিদ দিবস স্মরণে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ষষ্ঠ সেমিষ্টারের ছাত্রী সুমি দাসকে প্রথম পুরস্কার ও সুষ্মিতা দাসকে দ্বিতীয় পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও দ্বিতীয় সেমিষ্টারের ছাত্র সৌম্য নন্দীকে তৃতীয় পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপকা ড. নন্দিতা দাস। অনুষ্ঠানের শুরুতে একাদশ শহিদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।