NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
ছেলেধরা সন্দেহে যোরহাটে সাধুদের হেনস্তা, পরে সংবর্ধনা
ওয়েটুবরাক, ২৫ সেপ্টেম্বর : ছেলেধরা সন্দেহে বৃহস্পতিবার যোরহাটের বরুয়া চারিয়ালিতে একদল সাধুকে গাড়ি থেকে নামিয়ে হেনস্থা করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। সাধুরা উত্তরপ্রদেশের বরেলিতে থাকা হনুমান গিরি আশ্রম থেকে এসেছিলেন। অসমে তাঁদের হেনস্থার ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের তরফে দিসপুরে অভিযোগ জানানো হয়৷ এর পরেই সকলের টনক নড়ে। কিন্তু ততক্ষণে রাগে ফেরার পথ ধরেছিলেন সাধুরা। যোরহাটের মাড়োয়ারি সমাজ, ব্রাহ্মণ সমাজের সদস্যরা বোকাখাতে তাঁদের থামিয়ে যোরহাটে ফেরান।
সাধুদের হেনস্থা করার ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। যোরহাটে সাধুদের সংবর্ধনা দিয়ে ক্ষমা চাওয়া হয়। হাজির ছিলেন এসপি-ও। পরে অতিথিশালায় রাত কাটিয়ে শনিবার নাগা সাধুরা পরশুরাম কুণ্ডে রওনা হয়েছেন। তাঁদের সঙ্গে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। তবে যোরহাটবাসীর সম্মান ও ভালবাসায় আগের দিনের তিক্ততা ভুলে গিয়েছেন বলেই জানিয়ে গেলেন সাধুরা৷