Barak UpdatesHappeningsBreaking News

ছেলেধরা গুজবে জয়পুরের মারধরের ঘটনায় দশজনকে থানায় তুলে এনে জিজ্ঞাসাবাদ

ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বর : কাছাড় জেলার জয়পুরে ছেলেধরা সন্দেহে শাহিন আহমেদ নামে এক যুবককে প্রচণ্ড মারধর এবং তার অল্টো গাড়িটি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ৷ রাতেই তদন্তে নামেন তাঁরা৷ কারা মারপিটে জড়িত, কীভাবে ঘটল এই ঘটনা, তথ্য সংগ্রহ করে এ পর্যন্ত দশজনকে থানায় তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে৷

Rananuj

ছেলেধরা বলে মারপিট করা হলেও এর পেছনে আরও কোনও ঘটনা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ৷

পুলিশ সুপার নোমল মাহাত্তা বলেন, সম্প্রতি কাছাড় জেলায় ‘ছেলেধরা’ নামে একটি গুজব ছড়িয়েছে। একটি দুষ্ট চক্র এই গুজব ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে । এইসব গুজবের কারণে নিরীহ মানুষ নির্যাতনের শিকার হচ্ছেন। কাছাড় জেলার জয়পুরে এমন ঘটনাই সংঘটিত হয়েছে । যে যুবক নিগৃহীত হয়েছেন, তাঁর সঙ্গে ওইসবের কোনও সম্পর্কই নেই।

মাহাত্তার অনুরোধ, গুজবে কেউ কান দেবেন না।  এই ধরনের ঘটনায় আগন্তুক পুজোর উৎসবে যাতে কোনও ধরনের ব্যাঘাত না ঘটতে পারে । যারা সামাজিক মাধ্যমে এসব গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেন জেলার পুলিশ প্রধান ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker