Barak UpdatesHappeningsBreaking News
ছিনতাই বাড়ছে, উদ্বিগ্ন ব্যবসায়ীরা দেখা করলেন পুলিশ কর্তাদের সঙ্গে
১৬ জানুয়ারিঃ শিলচর শহরে ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। গত এক সপ্তাহে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। সাধারণ জনতার বহু লক্ষ খোয়া গিয়েছে। এক তরুণী গুরুতররূপে জখম হয়ে হাসপাতালে চিকিতসাধীন। তাতে উদ্বেগ বাড়ছে ব্যবসায়ীদের। কারণ ব্যাঙ্কে টাকা জমা করতে যাওয়া, তুলে আনা, পাওনাদারের টাকা মিটিয়ে দিতে অন্যত্র যাওয়া, খদ্দেরদের কাছ থেকে টাকা আদায় করে আনা নানা কাজেই তাদের লক্ষ লক্ষ নগদ টাকা নিয়ে ছুটোছুটি করতে হয়। এইভাবে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটতে থাকলে নগদ টাকা নিয়ে বেরনোই মুশকিল হয়ে দাঁডাবে। সে ক্ষেত্রে মার খাবে ব্যবসা বাণিজ্য।
তাই উদ্বিগ্ন ব্যবসায়ীরা শনিবার কাছাড়ের জেলাশাসক বিএল মিনা ও অতিরিক্ত জেলাশাসক জগদীশ দাসের সঙ্গে দেখা করেন। পুলিশ কর্তারা তাঁদের আশ্বাস দেন, ছিনতাইবাজদের ধরতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় পুলিশি টহল ও নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ব্যাপারে ব্যবসায়ীদেরও সাহায্য চেয়েছেন তাঁরা। বলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানে লাগানো সিসিটিভির ক্যামেরাগুলির একটি যেন রাস্তার দিকে মুখ করা থাকে।
ব্যবসায়ী প্রতিনিধি দল অবশ্য এ ব্যাপারে পুলিশ কর্তাদের আশ্বস্ত করেন। সঙ্গে সমস্ত ব্যবসায়ীদের এ সংক্রান্ত অনুরোধ জানান। আলোচনা শেষে আসাম চেম্বার অব কমার্সের দক্ষিণ অসম সভাপতি বিবেক পোদ্দার বলেন, চেম্বার অব কমার্স, শিলচর ফুডগ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন, কাছাড় মার্চেন্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন দল বেঁধে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। আশা করছেন, পুলিশি ততপরতা বাড়লে ছিনতাই কমবে, রেহাই পাবেন ব্যবসায়ী সহ সকল শ্রেণির জনতা। বিবেক পোদ্দার ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, রাজকুমার পাল প্রমুখ৷