Barak UpdatesHappeningsBreaking News
ছাত্রীকে যৌন নিপীড়ন, শিলচর এনআইটির সহকারী অধ্যাপক সাসপেন্ড, গ্রেফতার

ওয়েটুবরাক, ২১ মার্চঃ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে শিলচর এনআইটি। ছাত্রছাত্রীরা গভীর রাত পর্যন্ত ডিরেক্টরের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযুক্ত সহকারী অধ্যাপক ডি কোটেশ্বর রাজুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে তাঁরা যাবেন না, আটকে পড়া ডিরেক্টর-রেজিস্ট্রারকেও বেরোতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন। দফায় দফায় বৈঠক সেরে রাতেই রাজুকে সাসপেন্ড করা হয়। পরে ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রত্যাহার করেন।
ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রীর অভিযোগ, তিনি সেমেস্টার পরীক্ষায় কম নম্বর পেয়েছেন জানিয়ে সহকারী অধ্যাপক রাজু তাঁকে নিজের চেম্বারে ডেকে পাঠান। ছাত্রীটি চেম্বারে যেতেই তিনি তাঁকে তার একেবারে কাছে নিয়ে বসান। তাঁর উত্তরপত্রে ভুল দেখাতে দেখাতে তার শরীরে আপত্তিকর ভাবে স্পর্শ করতে থাকেন। সে সময় এক বন্ধু ফোন করলে রাজু ছাত্রীটিকে যেতে দেন। বেরিয়ে এসেই তিনি বন্ধুদের কাছে ঘটনাটি বলতেই দলে দলে ছাত্ররা ডিরেক্টরের কার্যালয়ের সামনে জমায়েত হন।
পরে ডিরেক্টর দিলীপকুমার বৈদ্য ও রেজিস্ট্রার অসীমকুমার রায় জানান, রাতেই ইন্টারন্যাল কমপ্ল্যান কমিটিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। কাছাড় জেলার পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, সহকারী অধ্যাপক রাজুকে গ্রেফতার করা হয়েছে। যৌন নির্যাতনের দুটি এফআইআর জমা পড়ে। একটি দিয়েছেন নির্যাতিতা নিজে, অন্যটি তাঁর পরিবারের পক্ষ থেকে। এর পরই রাজু তাঁর কোয়ার্টারের বাইরের দিকে তালা ঝুলিয়ে ভেতরে বসে থাকেন। পুলিশ মোবাইল লোকেশনের সাহায্যে তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে তাঁকে ধরে আনে। প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করলেও পরে গ্রেফতার করা হয়েছে, জানান মাহাত্তা।