India & World UpdatesHappeningsBreaking News
ছয় মাসেই শেষ হবে আগরতলা-আখাউড়া রেললাইন নির্মাণের কাজ, আশাবাদী বাংলাদেশ
ওয়েটুবরাক, ১৩ ডিসেম্বর: আগামী ছয় মাসের মধ্যে আগরতলা ও আখাউড়া রেললাইনে যুক্ত হবে। স্লিপার, রেললাইন সহ রেল সহ সবই চলে এসেছে। রবিবার নির্মীয়মান আগরতলা-আখাউড়া রেললাইন পরিদর্শনে এ কথা জানান বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, এই প্রকল্পটি ভারত ও বাংলাদেশ দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। এতে করে উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারিত হবে। সঙ্গে মানুষের মধ্যে যোগাযোগের পথ আরও সুগম হবে। মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ আধিকারিকরা এবং ব্রাহ্মণবাড়িয়ার জেলাশাসক ও আখাউড়া উপজেলার নির্বাহী আধিকারিক উপস্থিত ছিলেন। ভারতের রেল মন্ত্রনালয়ের অধীন ইরকন ইন্টারন্যাশনালের আধিকারিক রমন শ্রিংলা এবং সঞ্জয় কুমারও সেখানে ছিলেন। ত্রিপুরার অংশে ওই সংস্থাটিই দায়িত্বে রয়েছে। রমন শ্রিংলা জানান, আগরতলা-আখাউড়া রেললাইনের বাংলাদেশের অংশের কাজ প্রায় ৬৫ শতাংশ সম্পূর্ণ হয়েছে।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, এখন পর্যন্ত তিনি পাঁচবার আগরতলা-আখাউড়া রেললাইন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন। বর্তমানে মাটি সমান করার কাজ চলছে। এরপর স্লিপার ও তার উপর রেললাইন বসানো হবে। তখনই ট্রেন চলাচলের জন্য উপযোগী হবে এই রুট।
২০১৮ সালের ১০ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই রেললাইন প্রকল্পের উদ্বোধন করেছিলেন।