NE UpdatesHappeningsBreaking News
ছয়মাসের সংঘর্ষবিরতি ঘোষণা করল ডিএনএলএ
ওয়েটুবরাক, ১০ সেপ্টেম্বর : ছয়মাসের জন্য সংঘর্ষবিরতি ঘোষণা করল ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ)। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আহ্বানের প্রতি সম্মান জানিয়েই তাদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন জঙ্গি সংগঠনটির স্বঘোষিত প্রচারসচিব মুংশ্রী রিংসমাই ডিমাসা। তাঁদের আশা, তাতে কেন্দ্র ও অসম সরকারের সঙ্গে শান্তি আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরি হবে। ডিএনএলএ-র এই সিদ্ধান্তকে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্বাগত জানানো হয়৷
২০০৯ সালে ডিএইচডিজে-র সঙ্গে চুক্তির পর ডিমা হাসাও জেলায় শান্তি ফিরে এসেছিল। কিন্তু এক দশক পর ২০১৯ সালে ডিএনএলএ আত্মপ্রকাশ করে। পুলিশ অবশ্য প্রথম থেকেই তাদের মাথাচাড়া না দেওয়ার ব্যাপারে সক্রিয় ছিল। অনেকে ধরা পড়েন। বেশ কয়েকজন জঙ্গি সংঘর্ষে প্রাণ হারান। কিন্তু এরা কিছুদিন পরপর একেকটি নাশকতামূলক কাজ করে নিজেদের অস্তিত্বের প্রমাণ দিয়েছে। শেষ ঘটনাটি ঘটেছে গত ২৬ অগস্ট রাতে। ডালমিয়া সিমেন্ট কোম্পানির ৫টি লরিতে আগুন লাগিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে ৫ জন চালককে হত্যা করে।
এরা সংঘর্ষবিরতি ঘোষণা করায় জেলার সাধারণ মানুষ স্বস্তিবোধ করছেন। সঙ্গে আশঙ্কা, কবে আবার কোন সংগঠন মাথাচাড়া দেয়! বৃহস্পতিবার কুকি জনগোষ্ঠী অধ্যুষিত মূলসাং গ্রামের বাসিন্দারা জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করে অভিযোগ করেছেন, গত সোমবার রাতে একদল বন্দুকধারী তাদের গ্রামে হানা দিয়েছে৷ একটি ঘর জ্বালিয়ে দিয়ে তিনদিনের মধ্যে সবাইকে এলাকা ছেড়ে যেতে হুমকি দিয়েছে৷ মঙ্গলবার চোরাই কাঠ বোঝাই তিনটি লরিকে বনকর্মীরা তাড়া করলে চালকরা নামসা গ্রামে গাড়িগুলি রেখে পালায়৷ রাতে সেই গাড়িগুলিতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়৷ ডিএনএলএ-র সংঘর্ষবিরতি ঘোষণার সময়ে কারা এই সব ঘটনার পেছনে, পুলিশও ধন্দে৷