Barak UpdatesHappeningsBreaking News
ছয়মাসের শিশুকে কেড়ে নিল দুষ্কৃতীদল, উদ্ধার করল পুলিশ
ওয়েটুবরাক, ২২ জুলাই : ছয় মাসের শিশুকন্যাকে মা-বাবার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। পুলিশ তদন্তে নেমে শিশুটিকে উদ্ধার করে আজ বৃৃহস্পতিবার তাকে মা-বাবার কাছে ফিরিয়ে দেয়। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে । জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এক দম্পতিকে।
করিমগঞ্জ জেলার বিদ্যুৎ নমঃশূদ্র ও শঙ্কর শুক্লবৈদ্য একসময় ডিমাপুরে একসঙ্গে কাজ করতেন। সেই সুবাদে দুজনের পরিচয়, ডিমাপুর থেকে ফিরে আসার পরও তা টিঁকে থাকে৷ একে অপরের বাড়িতে আসা-যাওয়া করতেন। বিদ্যুতবাবুর অভিযোগ, শঙ্কর তিনদিন আগে বেড়ানোর নাম করে বিদ্যুৎদের শিলচরে নিয়ে যায়। এক বাড়িতে আরও কয়েকজন মিলে সাদা কাগজে তাদের সই করতে বাধ্য করে। পরে শিশুকন্যাটিকে কেড়ে নিয়ে সেখান থেকে তাদের তাড়িয়ে দেয়।
বিদ্যুতবাবু করিমগঞ্জ থানায় এফআইআর দিলে পুলিশ তদন্তে নামে। শঙ্কর শুক্লবৈদ্যকে গ্রেফতার করে তাকে জেরা করে শিলচর শহরের সুরেশ শুক্লবৈদ্য ও রীতা শুক্লবৈদ্যের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শঙ্করের দাবি, বিদ্যুৎ নমঃশূদ্রই আর্থিক অনটনের কথা বলে লেখালেখির মাধ্যমে শিশুকন্যাটিকে তাদের হাতে তুলে দিয়েছে। পুলিশ আজ শিশুটিকে মা-বাবার কাছে ফিরিয়ে দেয়।