Barak UpdatesHappeningsBreaking News
ছয় লায়ন্স ও লিও ক্লাবের যৌথ শপথ গ্রহণ অনুষ্ঠান শিলচরে
ওয়েটুবরাক, ১৫ আগস্ট : গত ১০ আগস্ট সন্ধ্যায় শিলচর রাজীব ভবন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটার এবং তাদের যুব শাখা লিও ক্লাব অফ শিলচর গ্রেটারের বার্ষিক ক্লাব ইনস্টলেশন এবং ইনডাকশন ৷ প্রত্যেক বছর লায়ন্স ইন্টারন্যাশনালের নিয়ম অনুসারে নতুন বোর্ড অফ ডিরেক্টর্স এবং নতুন সদস্যদের এই অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করানো হয় | এই অনুষ্ঠানে যৌথ ভাবে শিলচরের আরও দুইটি লায়ন্স ক্লাব, “লায়ন্স ক্লাব অফ শিলচর রয়্যালস” এবং “লায়ন্স ক্লাব অফ শিলচর সিগনেচার” এবং দুইটি লিও ক্লাব, “লিও ক্লাব অফ শিলচর সিগনেচার” ও “লিও ক্লাব অফ শিলচর টাইটানস” আনুষ্ঠানিক ভাবে নিজেদের ক্লাবের নতুন বোর্ড অফ ডিরেক্টররা দায়িত্ব গ্রহণ করেন এবং নতুন সদস্যদের লায়ন্স এবং লিও হিসাবে স্বীকৃতি দেন | এই অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে ছিলেন লায়ন্স “ডিস্ট্রিক্ট ৩২২ জি” এর সদ্য অবসর প্রাপ্ত ডিস্ট্রিক্ট গভর্নর নির্মল কুমার ভুরা, ইনস্টলেশন অফিসার তথা পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর সুধীর চৌধুরী, ইনডাকশন অফিসার রাজেশ আগরওয়াল, লিও “ডিস্ট্রিক্ট ৩২২ জি”-এর এবছরের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মায়ঙ্ক সুরেখা ও ভাইস ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রীময় ভট্টাচার্য | অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্বর্ণদ্বীপ ঘোষ| উপস্থিত অতিথিবৃন্দ, সকল ক্লাব প্রেসিডেন্ট এবং অন্যান্য লায়ন্স এবং লিও “ডিস্ট্রিক্ট ৩২২ জি”-এর বিভিন্ন পদাধিকারীর উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয় | তারপর “লিও ক্লাব অফ শিলচর টাইটান্স”-এর সদস্যা সাইনি দাসের নৃত্য অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে | উপস্থিত সকল অতিথিদের চন্দনের তিলক পরিয়ে অভিবাদন জানান ক্লাব কর্তৃপক্ষ | প্রত্যেকটি ক্লাবের পক্ষ থেকে লায়ন্স ক্লাব অফ শিলচর সিগনেচারের সভাপতি বাসুদেব ভট্টাচার্য স্বাগত বক্তব্য প্রদান করেন | এই অনুষ্ঠানে রাজেশ আগরওয়ালের পৌরোহিত্যে আয়োজিত এই অনুষ্ঠানে ছয়টি ক্লাবে প্রায় তেইশ জন নতুন সদস্য লায়ন্স এবং লিও পরিবারে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন | ইনস্টলেশন অফিসার সুধীর চৌধুরী বরাক উপত্যকার যুব সমাজে লায়ন্স সংস্থা নিয়ে যে উৎসাহ সেই দিকে আলোকপাত করেন৷ একই সঙ্গে এই ছয়টি ক্লাবের বোর্ড অফ ডিরেক্টরদের মহাভারতের চরিত্র অনুসারে তাদের কাজ বুঝিয়ে দেন এবং তাদের সেই পদে নিযুক্ত করেন | “লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটারের” নতুন সভানেত্রী হিসেবে নিযুক্ত হন লাকী দাস ও “লিও শিলচর গ্রেটারের সভাপতি” হিসাবে নিযুক্ত হন শুভ চক্রবর্তী, “লায়ন্স ক্লাব অফ শিলচর রয়্যালস ” এর নতুন সভাপতি শঙ্কর দয়াল বণিক, “লিও ক্লাব অফ শিলচর টাইটান্স” এর সভাপতি সৌরভ রায় এবং “লিও ক্লাব অফ শিলচর সিগনেচারের” নতুন সভানেত্রী নবনীতা দাস নিজেদের দায়িত্ব গ্রহণ করেন এবং “লায়ন্স ক্লাব অফ শিলচর সিগনেচারের” সভাপতি বাসুদেব ভট্টাচার্য আবারও সভাপতির দায়িত্ব গ্রহণ করেন| বিদায়ী সভাপতিরা আনুষ্ঠানিক ভাবে নতুন সভাপতিদের হাতে লায়ন্স ইন্টারন্যাশনালের কর্তৃত্ব তুলে দেন |
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্য অতিথি “লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২ জি”-র সদ্য অবসর প্রাপ্ত ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন নির্মল কুমার ভুরা | তিনি শিলচরের বিভিন্ন ক্লাবের পদাধিকারীদের হাতে তুলে দেন বিভিন্ন অ্যাওয়ার্ড সহ লায়ন্স পিন এবং শংসাপত্র | “লিও ডিস্ট্রিক্ট ৩২২ জি”-এর এবছরের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মায়ঙ্ক সুরেখা তার বক্তব্যে লিওদের কাজ নিয়ে বিস্তারিত কথা বলেন৷ আগামী দিনে কীভাবে কাজ করলে সাধারণ মানুষের কাছে আরও বেশি পৌঁছানো যাবে সেই বিষয়ে আলোচনা করেন | শিলচর গ্রেটারের প্রতিষ্ঠাতা সভাপতি তথা লায়ন্স “ডিস্ট্রিক্ট ৩২২ জি”-র রিজিয়ন চেয়ারপারসন লায়ন সব্যসাচী রুদ্র গুপ্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং আগামী দিনের জন্য তাঁর পরিকল্পনা তুলে ধরেন|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২জি-এর রিজিয়ন চেয়ারপার্সন শঙ্কর প্রসাদ চক্রবর্তী, জোন চেয়ারপার্সন রাজ পাল, লিও ডিস্ট্রিক্ট ৩২২জি-র ইন্টার-রিজিয়ন চেয়ারপার্সন দেবস্মিতা বিশ্বাস, রিজিয়ন চেয়ারপার্সন সোয়েতা দে, জোন চেয়ারপার্সন দীপ রায় | সবশেষে অনুষ্ঠানের প্রোগ্রাম চেয়ারপার্সন অনুপ দত্ত ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন |