India & World UpdatesHappeningsBreaking News
ছত্তিশগড়ে শহীদ আসামের জওয়ান বাবলু রাভা
৪ এপ্রিল : ছত্তিশগড়ে মাওবাদী আক্রমণে অন্য বীর জওয়ানদের সঙ্গে শহীদ হয়েছেন অসমের সন্তান বাবলু রাভা। সিআরপিএফের ২১০ নম্বর কোবরা ব্যাটেলিয়ানের জওয়ান বাবলু আসামের দুধনৈএর বাসিন্দা। রাভার সঙ্গে আরও ৪ জওয়ান শহীদের মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য শনিবার ছত্তিশগড় বিজাপুর ও চুকমা জেলার সীমান্তবর্তী এলাকায় মাওবাদী অধ্যুষিত পাহাড় ঘেরা জঙ্গলে অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনীর উপর হঠাৎ করেই ভয়ঙ্কর আক্রমণ চালায় মাওবাদীরা। এই আক্রমণে অসমের বীর সন্তান বাবলু রাভা সহ অন্য চার জন জওয়ান শহীদ হন। মাওবাদীদের আক্রমণে কম করেও ৩০ জন আহত হয়েছেন। শহীদ বাবলুর আবার বাড়ি গোয়ালপাড়া জেলার দুধনৈ এর পার্শ্ববর্তী দামরা পাটপাড়ায়। ঘরে স্ত্রী এবং সাত বছরের এক কন্যা সন্তান রয়েছে। তিনি ৯ বছর আগে সিআরপিএফের কোবরা ব্যাটেলিয়নে যোগ দিয়েছিলেন। গত ডিসেম্বরে তিনি শেষবারের মতো বাড়ি এসেছিলেন। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।