India & World UpdatesHappeningsBreaking News
ছত্তিশগড়ে এনকাউন্টার, ৭ মাওবাদীর মৃত্যু
রাঁচি, ২৩ মে : বৃহস্পতিবার ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে সাতজন মাওবাদীর মৃত্যু হয়েছে। এ দিন নারায়ণপুর-বিজাপুর জেলার সীমানায় থাকা একটি জঙ্গলে ঘটনাটি ঘটেছে। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ওই জঙ্গলে মাওবাদীরা ঘাঁটি গেড়েছে, এই খবর পেয়ে এদিন সকাল ১১টা নাগাদ সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তাঁদের দেখে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় বাহিনীও।
নারায়ণপুরের পুলিশ সুপার প্রভাত কুমার বলেন, ‘দান্তেওয়াড়া, নারায়ণপুর এবং বস্তার জেলার ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের সদস্য, বস্তার ফাইটারস এবং স্পেশাল টাস্ক ফোর্স, রাজ্য পুলিশের সমস্ত ইউনিট এই অভিযান চালিয়েছে। সাত মাওবাদী গুলিবিদ্ধ হয়েছে। এনকাউন্টার সাইট থেকে মোট সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।’