India & World UpdatesHappeningsBreaking News
ছত্তিশগড়ে সীমা লঙ্ঘন, ইডিকে শীর্ষ আদালতের ধমক
ওয়েটুবরাক, ২১ অক্টোবর : ছত্তিশগড় আবগারি দুর্নীতি মামলায় নিজেদের এক্তিয়ার লঙ্ঘন করছে বলে ইডিকে ধমক দিল সুপ্রিম কোর্ট৷
কয়েক মাস আগে অভিযুক্ত কংগ্রেস নেতার ভাই আনওয়ার ধীবরকে গ্রেফতার করেছিল ইডি। পরে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় শীর্ষ আদালত। শুক্রবার এই মামলার শুনানি চলাকালীন আনওয়ারের জামিনের মেয়াদ বৃদ্ধি করে শীর্ষ আদালত। উল্লেখ্য, এই মামলায় ইডির তদন্তের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল। সেখানেই ইডিকে সুপ্রিম কোর্টের ধমক খেতে হয়।
এই মামলায় ইডিকে কোনও ধরনের কড়া পদক্ষেপ করতে বারণ করে আনওয়ারকে রক্ষাকবচ প্রদান করেছিল সুপ্রিম কোর্ট, এর পরও তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ইডি। এই কারণেই ইডিকে ‘এক্তিয়ার বহির্ভুত কাজ’ করার জন্য ধমক দেয় শীর্ষ আদালত। তদন্তকারীদের দাবি ছিল, অন্তত ২ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। রাজ্যের উচ্চপদস্থ আমলা এবং শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের মদতেই এই দুর্নীতির ছক কষা হয়েছে৷
কিন্তু সুপ্রিম কোর্টের বক্তব্য, ‘অতিরিক্ত উদ্বেগ প্রকাশ করে ইডি নিজের এক্তিয়ারের সীমা লঙ্ঘন করছে।’