India & World UpdatesHappeningsBreaking News
ছত্তিশগড়ে গিয়েও আক্রমণাত্মক হিমন্ত
ওয়েটুবরাক, ৬ নভেম্বর : মহাদেব বেটিং অ্যাপের মালিকদের হাওয়ালার টাকা ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে কংগ্রেস খরচ করছে বলে অভিযোগ করছে বিজেপি। ইতিমধ্যে এই বিষয়ে নাম জড়িয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলেরও। রবিবার বিলাসপুরে বিজেপি প্রার্থীদের সমর্থনে জনসভা করতে গিয়ে এই প্রসঙ্গ উত্থাপন করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তীব্র আক্রমণ করলেন কংগ্রেস ও ভূপেশ বাঘেলকে।
তিনি বলেন, “মা কামাখ্যা মা পার্বতীর একটি রূপ৷ সতী এবং মা পার্বতী আবার ‘মহাদেবের’ স্ত্রী। আজ মা কামাখ্যা কাঁদছেন যখন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী সম্পর্কে মহাদেবের নামে টাকা লুট করার খবর বেরিয়েছে। কেউ ভাবতেও পারেন না মহাদেবের নাম ব্যবহার করে টাকা লুট করবে। হিমন্তের কথায়, “আপনি ‘জিন্টো’ বা ‘মিন্টো’ যে কোনও নাম ব্যবহার করতে পারতেন। কিন্তু, আপনি মহাদেবের নাম ব্যবহার করে এক-দুটি নয়, ৫০৮ কোটি টাকা লুট করেছেন। মহাদেব বিষপান করেছিলেন। কিন্তু, আপনার তৈরি করা এই বিষ খেতে পারবেন না। আর এটাই হতে চলেছে রাজনীতি থেকে আপনার বিদায়ের কারণ।