NE UpdatesAnalyticsBreaking News
চূড়াচান্দপুর থেকে আইজল পর্যন্ত হেলিকপ্টার শুরু হচ্ছে ২৭ সেপ্টেম্বর
আইজল, ২৪ সেপ্টেম্বর : এ বার হেলিকপ্টার পরিষেবায় যুক্ত হতে চলেছে চূড়াচান্দপুর ও আইজল। মণিপুরের চূড়াচান্দপুর থেকে এই হেলিকপ্টার পরিষেবা মিজোরামের আইজল মুয়ালপুই হেলিপ্যাড পর্যন্ত চলবে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে এই পরিষেবা শুরু হওয়ার কথা। উত্তর পূর্বের জন্য কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে হেলিকপ্টার পরিষেবা প্রকল্পের আওতায় এটি চলবে। তবে নির্দিষ্ট দিনে আবহাওয়া অনুকূলে থাকলেই ইম্ফল বিমানবন্দর থেকে এই পরিষেবা শুরু হবে।
আশা করা হচ্ছে, এই হেলিকপ্টার পরিষেবা চালু হলে মণিপুর ও মিজোরামের মধ্যে কম সময়ে আরও সহজে যাতায়াত করা যাবে। এই পরিষেবার জন্য টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই টিকিটের হারও জানিয়ে রেখেছে। চূড়াচান্দপুর থেকে আইজলের মুয়ালপুই হেলিপ্যাড পর্যন্ত যেতে টিকিটের হার ৪,৫০০ টাকা। কিন্তু বিপরীত পথে আসা-যাওয়ার জন্য একজন যাত্রীকে আরও বেশি ভাড়া গুণতে হবে। মুয়ালপুই থেকে লেংপুই বিমানবন্দর হয়ে চূড়াচান্দপুরের লামকা পর্যন্ত যাত্রী প্রতি ভাড়া ৬০০০ টাকা।