Barak UpdatesHappeningsBreaking News

চুপচাপ বিজেপিতে নাম লেখালেন রাহুল রায়?

ওয়েটুবরাক, ২০ ফেব্রুয়ারি: কোনও জমকালো অনুষ্ঠান নয়৷ কেন্দ্রীয় বা রাজ্য স্তরের নেতা দূরে থাক, স্বাগত জানাতে যাননি উপত্যকা স্তরের কোনও নেতাও৷ তবু তাঁর কাছে স্বস্তির কথা, জেলার নেতাদের সামনে ঘোষণা করেছেন, বিজেপির জন্য কাজ করছেন৷ করবেনও৷ কোনও আপত্তি আসেনি৷

প্রাক্তন কংগ্রেস বিধায়ক রাহুল রায় রবিবার অনানুষ্ঠানিক ভাবে বিজেপি অফিসে যান৷ সেখানে আয়োজিত সংক্ষিপ্ত অনু্ষ্ঠানে তিনি বলেন, “আমি কংগ্রেস করলেও শৈশব থেকেই বিজেপির প্রতি আকর্ষণ বোধ করতাম৷ সিএএ বিরোধিতার প্রতিবাদে তিন বছর আগে কংগ্রেস ছাড়ি৷ আর কোনও দলে যাইনি৷”

অনেক দিন ধরে রাহুল গেরুয়া বাহিনীতে নাম লেখানোর চেষ্টা করছেন৷ একাংশ বড় মাপের নেতা তীব্র আপত্তি জানিয়ে একে আটকে রেখেছিলেন৷ তাই হাইলাকান্দি পুরসভা নির্বাচনকে সামনে রেখে তিনি নিজেকে বিজেপিতে মিশিয়ে নেন৷ জানান, পুরসভা যাতে বিজেপি গঠন করে, সেই লক্ষ্যে এখন জান লড়িয়ে দেবেন৷

আর আনুষ্ঠানিক যোগদান? কেউ মুখ খুলছেন না এখনই৷

রাহুল রায়ের বাবা প্রাক্তন মন্ত্রী গৌতম রায় অবশ্য গত বিধানসভা ভোটের আগেই বিজেপিতে যোগ দেন৷ গত নির্বাচনে বিজেপি টিকিটে প্রতিদ্বন্ধিতাও করেন৷ কাটিগড়ায় হেরে যান যদিও৷ রাহুল এবং তাঁর পত্নী ডেইজি রায়ও ভিন্ন আসনে নির্দল প্রার্থী হিসাবে লড়েছিলেন৷ তিন আসনেই তিনজন পরাজিত হয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker