India & World UpdatesHappeningsBreaking News
চীন সীমান্তে শহিদ ২০ জওয়ানের মধ্যে ২ বাঙালিও
১৭ জুন : ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতীয় সেনার কম করে ২০ জন জওয়ান। এই জওয়ানদের মধ্যে শহিদ হন দুই বাঙালিও। দু’জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা। একজন বীরভূমের মহম্মদ বাজারের বেলগড়িয়া গ্রামের বাসিন্দা রাজেশ ওরাওঁ এবং অন্যজন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের ভাটিবাড়ির বিন্দিপাড়ার বিপুল রায়। বুধবার রাতের মধ্যে তাঁদের মরদেহ গ্রামের বাড়ি পৌঁছতে পারে।
বীরভূমের সেনা জওয়ানের মৃত্যুর খবর প্রথম সামনে আসে। বাড়িতে খবর পৌছতেই ভেঙে পড়েন পরিবারের লোকজন, পাশাপাশি পরিবারের লোকজন চিনা সৈনিকদের বিরুদ্ধে যোগ্য জবাবের দাবি করেছেন। রাজেশ ওরাং-এর বয়স মাত্র ২৬। ২০১৫ সালে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। তারপর তার ডিউটি পড়ে লে লাদাখে। শেষবার তিনি বাড়িতে আসেন ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে। শেষবারের মতো পরিবারের সঙ্গে ফোনে কথা হয় গত ২ সপ্তাহ আগে। আগামী দিন কয়েকের মধ্যেই তাঁর বাড়ি ফেরার কথা ছিল। পরিকল্পনা ছিল তাঁর বিয়েরও, সেজন্য অনেকটা প্রস্তুতিও এগিয়ে গিয়েছিল। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না, অবশেষে তার কফিনবন্দি দেহ ফিরছে গ্রামের বাড়িতে। শহীদ হওয়া এই সেনা জওয়ান বাড়িতে রেখে গেলেন তাঁর একমাত্র বৃদ্ধ বাবা-মাকে।
গালওয়ান উপত্যকায় জওয়ানদের হাতাহাতি ও লাঠিলাঠির ঘটনায় প্রাণ হারান আলিপুরদুয়ারের বিপুল রায়। গত কয়েক বছর আগে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন তিনি। বিপুলের মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা আলিপুরদুয়ার। বুধবার সকালে আলিপুরদুয়ারের বিন্দিপাড়ার বাড়ির সামনে ভিড় ভেঙে পড়ে অজস্র মানুষের। শহিদ বিপুল রায়ের বাড়িতে বাবা, মা ,ভাই, স্ত্রী এবং ছোট এক মেয়ে রয়েছে। জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসেই বাড়িতে এসেছিলেন বিপুল রায়। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ফের ফিরে যান তিনি। গত কয়েক দিন ধরেই সীমান্তের অস্থির পরিস্থিতি চিন্তা বাড়িয়েছিল বিপুলের পরিবারের। এরপর মঙ্গলবার রাতে বাড়িতে দুঃসংবাদ এসে পৌঁছয়।