Barak UpdatesHappenings

চিরিপুল, লাংলাছড়ায় রামকৃষ্ণ মিশনের ধুতি-শাড়ি বিতরণ

নিজস্ব সংবাদদাতা, শিলচর, ২১ সেপ্টেম্বর : দুর্গোৎসবকে সামনে রেখে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে৷ আজ মঙ্গলবার বস্ত্র বিতরণ করা হয় চিরিপুল ও লাংলাছড়ায়৷ উভয় স্থানেই শ্রীমা কোচিং সেন্টারে আয়োজিত হয় এই বিশেষ কর্মসূচি৷ ব্যবস্থাপনায় রামকৃষ্ণ-বিবেকানন্দ সোসাইটি৷ শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সচিব স্বামী গণধীশানন্দ মহারাজ নিজে সকলের হাতে ধুতি-শাড়ি তুলে দেন৷ উপস্থিত ছিলেন রামকৃষ্ণ-বিবেকানন্দ সোসাইটির সচিব সুপ্রদীপ দত্তরায়ও৷ তিনি জানান, এ দিন চিরিপুলে ১০০টি শাড়ি ও ৫০টি ধুতি বিতরণ করা হয়৷
লাংলাছড়ায় দেওয়া হয় ২৫০টি শাড়ি ও ১০০টি ধুতি৷ পুজোর উপহার পেয়ে খুশি এলাকার দুস্থ জনতা৷ তাঁদের অধিকাংশের পক্ষে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র কেনা সম্ভব হতো না৷ নতুন বস্ত্র পেয়ে অনেকে বলেন, ঠাকুর-মা-স্বামীজির ইচ্ছাতেই এ বারের পূজায় নতুন কাপড় পরা হবে তাঁদের৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker